1. live@www.dainikbhangarzamin.online : দৈনিক ভাঙ্গার জমিন : দৈনিক ভাঙ্গার জমিন
  2. info@www.dainikbhangarzamin.online : দৈনিক ভাঙ্গার জমিন :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পৌর সভার হাট-বাজারে রিক্সা প্রতিকের গণসংযোগ ফরিদপুরের ভাঙ্গায় ফ্রি চক্ষু ক্যাম্প: দুইহাজার রোগীর চিকিৎসা, মানবসেবায় অনন্য নজির স্থপতি মুজাহিদ বেগের ফরিদপুর-৪ আসনে ইসলামী তিন দলের ঐক্য: নির্বাচনে নতুন চমক! সোলামুখীর চর আছহাবে ছুফফা মাদ্রাসার ১০তম বার্ষিক ওয়াজ মাহফিল: ইসলামী চেতনায় উজ্জীবিত জনসমাগম ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিসের বিশাল জনসভা: খেলাফত প্রতিষ্ঠায় ইসলামী শক্তির জাগরণ জাল দলিল মামলায় সাবেক কমিশনার বাকি মাতুব্বরের ২ বছরের কারাদণ্ড — আদালতের দৃষ্টান্তমূলক রায় 🌹 নুরুল্লাগঞ্জে জাকের পার্টির ঐতিহাসিক সাংগঠনিক জনসভা ও র‍্যালি পাইকপাড়া ইউনিয়নে জাকের পার্টির মহাসমাবেশে জনতার ঢল ভাঙ্গার মুনসুরাবাদে জাকের পার্টির বর্ণাঢ্য জনসভা ও শোভাযাত্রা — ঐক্যের বার্তা ও উন্নয়নের প্রতিশ্রুতি

ভাঙ্গায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন: বিচারের দাবি

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: মোঃ সানোয়ার হোসেন
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

ফরিদপুর, ৭ অক্টোবর – ভাঙ্গা উপজেলা সাংবাদিক সমাজের উদ্যোগে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান সড়কে এই কর্মসূচি পালন করা হয়। স্থানীয় সংবাদকর্মীরা দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের বিষয়টি তুলে ধরেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “সাংবাদিকতা দেশের কলম সৈনিকের কাজ। তথ্যের সঠিক প্রকাশ ও সত্যের পক্ষে দাঁড়ানোর কারণে আমাদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এই হামলা চালিয়েছে তাদের আইনের আওতায় আনা না হলে দেশের গণতন্ত্র ও সাংবাদিকতার স্বাধীনতা বিপন্ন হবে।”

বক্তারা আরও বলেন, “সাংবাদিকরা জনগণের খবর পৌঁছে দেওয়ার জন্য নিজেদের জীবন বাজি রেখে কাজ করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মূল দায়িত্ব। আমরা আশা করি সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে দোষীদের শাস্তি নিশ্চিত করবে।”

মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশের প্রতিনিধি মামুনুর রশীদ, দৈনিক খোলা কাগজ ও মাইটিভি এর প্রতিনিধি মো. সরোয়ার হোসেন, সাংবাদিক মাসুম অর রশিদ, মুন্সী মনিরুজ্জামান, এনসিপির আশরাফ শেখ, সাংবাদিক রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, ওবায়দুর রহমান, মাহামুদুল হক বাহার, দৈনিক সরেজমিন বার্তা রিপোর্টার: সানোয়ার হোসেন। আখতারুজ্জামান,রিপন শেখ।
ও জাকারিয়া খান।

উল্লেখ্য, ১৫ সেপ্টেম্বর দুপুরে ভাঙ্গায় সাংবাদিক মো. সরোয়ার হোসেনকে কুপিয়ে জখম করা হয়। একই ঘটনায় আরও তিনজন সাংবাদিকের উপর বর্বরোচিত হামলা চালানো হয়। ভুক্তভোগী সাংবাদিকরা থানায় অভিযোগ দায়ের করেছেন।

মানববন্ধন শেষে সকল সংবাদকর্মী একযোগে ক্ষোভ প্রকাশ করেন এবং অনতিবিলম্বে ন্যায়বিচার দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট