ফরিদপুর, ৭ অক্টোবর – ভাঙ্গা উপজেলা সাংবাদিক সমাজের উদ্যোগে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান সড়কে এই কর্মসূচি পালন করা হয়। স্থানীয় সংবাদকর্মীরা দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের বিষয়টি তুলে ধরেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “সাংবাদিকতা দেশের কলম সৈনিকের কাজ। তথ্যের সঠিক প্রকাশ ও সত্যের পক্ষে দাঁড়ানোর কারণে আমাদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এই হামলা চালিয়েছে তাদের আইনের আওতায় আনা না হলে দেশের গণতন্ত্র ও সাংবাদিকতার স্বাধীনতা বিপন্ন হবে।”
বক্তারা আরও বলেন, “সাংবাদিকরা জনগণের খবর পৌঁছে দেওয়ার জন্য নিজেদের জীবন বাজি রেখে কাজ করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মূল দায়িত্ব। আমরা আশা করি সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে দোষীদের শাস্তি নিশ্চিত করবে।”
মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশের প্রতিনিধি মামুনুর রশীদ, দৈনিক খোলা কাগজ ও মাইটিভি এর প্রতিনিধি মো. সরোয়ার হোসেন, সাংবাদিক মাসুম অর রশিদ, মুন্সী মনিরুজ্জামান, এনসিপির আশরাফ শেখ, সাংবাদিক রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, ওবায়দুর রহমান, মাহামুদুল হক বাহার, দৈনিক সরেজমিন বার্তা রিপোর্টার: সানোয়ার হোসেন। আখতারুজ্জামান,রিপন শেখ।
ও জাকারিয়া খান।
উল্লেখ্য, ১৫ সেপ্টেম্বর দুপুরে ভাঙ্গায় সাংবাদিক মো. সরোয়ার হোসেনকে কুপিয়ে জখম করা হয়। একই ঘটনায় আরও তিনজন সাংবাদিকের উপর বর্বরোচিত হামলা চালানো হয়। ভুক্তভোগী সাংবাদিকরা থানায় অভিযোগ দায়ের করেছেন।
মানববন্ধন শেষে সকল সংবাদকর্মী একযোগে ক্ষোভ প্রকাশ করেন এবং অনতিবিলম্বে ন্যায়বিচার দাবি করেন।