
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আজ শনিবার (১৫ নভেম্বর ২০২৫) দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে। আনোয়ারা হামিদা হাসপাতালের উদ্যোগে আয়োজিত এ মানবিক ক্যাম্পের উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মো. মুজাহিদ বেগ।
দিনব্যাপী আয়োজিত এ চক্ষু ক্যাম্পে বিনামূল্যে দুইহাজার রোগীকে চক্ষু পরীক্ষা, ছানি রোগ শনাক্তকরণ, প্রয়োজনীয় ওষুধ প্রদান এবং অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক ও দক্ষ স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে এ ক্যাম্প পরিচালিত হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আল-আমিন। এ সময় রিফাত মল্লিক, আলাউদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং অসংখ্য স্থানীয় নাগরিক现场 উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, স্থপতি মুজাহিদ বেগ দীর্ঘদিন ধরে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) এলাকায় মানবকল্যাণমুখী কাজ করে আসছেন। শিক্ষা, স্বাস্থ্য, দরিদ্র সহায়তা, সামাজিক উন্নয়ন—প্রতিটি ক্ষেত্রেই তার কার্যক্রম সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। তার নীরব কিন্তু কার্যকর উন্নয়নমূলক উদ্যোগগুলো ইতোমধ্যে এলাকার মানুষের মাঝে আশা ও অনুপ্রেরণা জাগিয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্থপতি মো. মুজাহিদ বেগ বলেন—
“জনগণের সেবাই আমার অঙ্গীকার। আমি এমপি হই বা না হই, মানুষের পাশে দাঁড়ানোই আমার জীবনের লক্ষ্য। তবে এমপি হলে বৃহত্তর পরিসরে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও জোরদারভাবে চালিয়ে যেতে পারবো।”
তিনি আরও বলেন—
“এই এলাকার মানুষের ভালোবাসাই আমার শক্তি। সেই টানেই আমি কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করে যাবো।”
তিনি জানান, তার উদ্যোগে ও সহযোগিতায় এখন পর্যন্ত ৩৬ হাজারের বেশি অসহায় মানুষকে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে—যা আগামীতেও অব্যাহত থাকবে। তিনি আরও জনস্বাস্থ্য উন্নয়নে বড় পরিসরের প্রকল্প হাতে নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এদিকে স্থানীয়দের প্রত্যাশা—স্থপতি মুজাহিদ বেগের মতো মানবিক ও উন্নয়নমুখী নেতৃত্ব ভবিষ্যতে এ অঞ্চলের স্বাস্থ্যসেবা আরওAccessible and modern করে তুলবে। নিয়মিত এমন উদ্যোগ অব্যাহত থাকলে গ্রামের সাধারণ মানুষ ঘরে বসেই উন্নত চিকিৎসা পাবে বলে তারা আশা প্রকাশ করেন।