
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনে চোখ ধাঁধানো নতুন চমক দেখা দিয়েছে। দীর্ঘদিন আলাদা পথে রাজনীতি করলেও এবার এক কাতারে দাঁড়ালেন ইসলামী তিন দলের তিনজন সংসদ সদস্য পদপ্রার্থী।
এতে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়, আর ভোটারদের মাঝে জন্ম নিয়েছে নতুন প্রত্যাশা।
এক কাতারে তিন ইসলামী দলের তিন নেতা
আজ বৃহস্পতিবার ফরিদপুরের ভাঙ্গায় এক যৌথ বৈঠকে পাশাপাশি অবস্থান নেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন,
বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা,
বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা ইসহাক চোকদার।
বহুদিন পর ইসলামী দলের এমন ঐক্য সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
প্রার্থীদের পরিচয় ও শক্তি
মাওলানা সরোয়ার হোসেন — দ্বীনদার, পরিশ্রমী ও মানবিক কর্মকাণ্ডে পরিচিত এই ধর্মীয় নেতা দীর্ঘদিন ধরে ফরিদপুর-৪ আসনের বিভিন্ন সামাজিক ইস্যুতে সরব। সাধারণ মানুষের কাছে সহজ-সরল জীবনযাপন ও সাহসী বক্তব্যের জন্য তিনি বেশ জনপ্রিয়।
মাওলানা মিজানুর রহমান মোল্লা — বাংলাদেশ খেলাফত মজলিসের এই মুখপাত্র ইতিপূর্বে এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা উন্নয়নসহ বিভিন্ন কল্যাণমূলক কাজে জড়িত ছিলেন। তিনি সৎ, নম্র, শিক্ষিত ও আদর্শবান নেতৃত্ব হিসেবে পরিচিত।
মাওলানা ইসহাক চোকদার — ইসলামী আন্দোলনের মাঠপর্যায়ের এই সংগঠক তৃণমূল মানুষের আস্থাভাজন। চরাঞ্চলে দরিদ্র-অসহায় মানুষের পাশে থাকার জন্য তার বিশেষ খ্যাতি রয়েছে। আত্মত্যাগী রাজনীতির জন্য তিনি তরুণদের মধ্যেও গ্রহণযোগ্য।
এক প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া শুরু
যৌথ বৈঠকে তিন ইসলামী দলের নেতারা ঘোষণা দেন—
ফরিদপুর-৪ আসনে শেষ পর্যন্ত একজন প্রার্থীকে সম্মিলিতভাবে নির্বাচন করবে ইসলামী জোট।
এর মাধ্যমে ঐক্যবদ্ধ শক্তি নিয়ে মাঠে নামার সিদ্ধান্তে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম হয়েছে।
নেতারা জানান, অচিরেই তিন প্রার্থীর জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, সাংগঠনিক সক্ষমতা এবং জোটের সিদ্ধান্ত অনুযায়ী একজনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে।
কে হচ্ছেন চূড়ান্ত প্রার্থী?
এখন এলাকার রাজনৈতিক মহলে জোর গুঞ্জন—
এই তিনজন শক্তিশালী, গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতার মধ্যে কে হচ্ছেন ইসলামী দলগুলোর একক প্রার্থী?
সরোয়ার হোসেনের রয়েছে দীর্ঘ দিনের ধর্মীয় ও সামাজিক পরিচিতি,
মিজানুর রহমান মোল্লার রয়েছে সংগঠনিক শক্তি ও বুদ্ধিবৃত্তিক গ্রহণযোগ্যতা,
ইসহাক চোকদারের রয়েছে তৃণমূলের বিশাল সমর্থন—
ফলে তিনজনের মধ্যেই রয়েছে প্রার্থী হওয়ার যোগ্যতা।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যাকে চূড়ান্ত প্রার্থী করা হবে, তিনি ফরিদপুর-৪ আসনের নির্বাচনে বড় চমক সৃষ্টি করতে পারেন।
ভোটারদের আগ্রহ বেড়েছে
এই ঐক্য গঠনের পর থেকেই ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন এলাকায় ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ইসলামী দলের ভোট ব্যাংক এক জায়গায় আসলে এ আসনের ফলাফল উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।