
দেশব্যাপী জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি বটতলা বাজারে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় এক বর্ণাঢ্য সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সারাবিশ্বে ভালোবাসা, শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এ জনসভাটি পরিণত হয় মিলনমেলায়।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল বলেন—> “জাকের পার্টি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দল নয়, এটি আল্লাহ ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে পরিচালিত এক আধ্যাত্মিক, নৈতিক ও মানবতাকেন্দ্রিক আন্দোলন।
আমাদের লক্ষ্য ক্ষমতা নয়— মানুষের কল্যাণ। ভালোবাসা, শান্তি ও নৈতিকতার রাজনীতিই জাকের পার্টির আসল দর্শন।
বিশ্বওলি হযরত মাওলানা শাহ সূফি খাজাবাবা ফরিদপুরী (রহঃ)-এর দেখানো পথেই আমরা আলোর পথে অগ্রসর হচ্ছি; ইনশাআল্লাহ, এই মানবতার রাজনীতি সারাদেশে ছড়িয়ে পড়বে।”
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান, তরুণ অর্থনীতিবিদ ও তারুণ্যের অনুপ্রেরণা প্রফেসর ড. সায়েম আমীর ফয়সল বলেন—> “জাকের পার্টি আজ কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি একটি মানবিক জাগরণ।
আমরা এমন বাংলাদেশ চাই যেখানে ধর্ম, নৈতিকতা ও উন্নয়ন পাশাপাশি চলবে।
তরুণ প্রজন্মকে সত্য, সুন্দর ও ভালোবাসার পথে এগিয়ে নেওয়াই আমাদের প্রতিজ্ঞা।”
সভায় আরও বক্তব্য রাখেন—
মোঃ আলমগীর কবীর, সভাপতি, জাকের পার্টি ভাঙ্গা উপজেলা;
মোঃ বায়জিদ মুন্সী, সাধারণ সম্পাদক, জাকের পার্টি ভাঙ্গা উপজেলা;
মোঃ মাসুম বিল্লাহ মাসুদ, সাংগঠনিক সম্পাদক, জাকের পার্টি ভাঙ্গা উপজেলা;
কোহিনুর বেগম কাজলী, সভাপতি, মহিলা ফ্রন্ট ভাঙ্গা উপজেলা;
মোঃ সোহানুর রহমান সুজন, সভাপতি, ফরিদপুর সাংগঠনিক বিভাগ ছাত্র ফ্রন্ট;
এবং হামিদুর রহমান হামিদ, সহ-সভাপতি, জাকের পার্টি সদরপুর উপজেলা।
সভাপতিত্ব করেন মোঃ বাবুল মাতুব্বর, সভাপতি, জাকের পার্টি নুরুল্লাগঞ্জ ইউনিয়ন।
উপস্থিত ছিলেন ইউনিয়নের সর্বস্তরের নেতা-কর্মী ও স্থানীয় জনগণ।
র্যালি ও জনসভা স্থল জুড়ে ছিল স্লোগানে স্লোগানে মুখরিত এক শান্তিময় পরিবেশ —
“গোলাপ ফুল জিন্দাবাদ!
পীরজাদা মোস্তফা আমীর ফয়সল জিন্দাবাদ!
জাকের পার্টি জিন্দাবাদ!”
পুরো অনুষ্ঠানজুড়ে দেখা যায় দলীয় শৃঙ্খলা, সংগঠনের ঐক্য ও মানবতার প্রতি গভীর ভালোবাসা।
শেষে সর্বসম্মতভাবে সবাই উচ্চারণ করেন—> “জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা, বিশ্বওলি হযরত মাওলানা শাহ সূফি খাজাবাবা ফরিদপুরী (রহঃ) জিন্দাবাদ,
জাকের পার্টি জিন্দাবাদ।”
অনুষ্ঠানের শেষে মিলনমেলার আবহে সবার জন্য খিচুড়ি ভোজনের আয়োজন করা হয়।
নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ একসঙ্গে বসে আনন্দঘন পরিবেশে ভোজন করেন—
যা জাকের পার্টির ভালোবাসা, ভ্রাতৃত্ব ও মানবতার রাজনীতির এক অনন্য প্রতিচ্ছবি হিসেবে সবাইকে আপ্লুত করে।