
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাজারে সোমবার (২০ অক্টোবর) বিকেলে জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক বর্ণাঢ্য সাংগঠনিক জনসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
হামিরদী ইউনিয়ন জাকের পার্টির সভাপতি শেখ সম্রাটের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির সাংগঠনিক বিভাগ ফরিদপুরের সভাপতি শামসুল আলম সিরাজ মুন্সী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা সভাপতি আলমগীর কবীর, সাধারণ সম্পাদক বায়জিদ মুন্সি, সদরপুর উপজেলা সাধারণ সম্পাদক জাহিদুর রহমান নান্না, ভাঙ্গা উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ মাসুদ, উপজেলা মহিলা ফ্রন্টের সভাপতি কোহিনুর বেগম কাজলী, ফরিদপুর বিভাগের যুব ফ্রন্টের সভাপতি টিটু খাঁন এবং ফরিদপুর বিভাগীয় ছাত্র ফ্রন্টের সভাপতি রহমান সুজন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক বায়জিদ মুন্সি
বলেন—>
“জাকের পার্টি কোনো স্বার্থের রাজনীতি করে না, করে ভালোবাসা, শান্তি ও মানবতার রাজনীতি। আমাদের লক্ষ্য দেশ, জাতি ও ধর্মীয় মূল্যবোধ রক্ষা করে আল্লাহ ও রাসুল (সা.)-এর আদর্শে সমাজ গঠন করা।
আসন্ন জাতীয় নির্বাচনে ইনশাআল্লাহ আমরা জনগণের ভোটে জাকের পার্টিকে বিজয়ী করব। আমরা পীরজাদা মোস্তফা আমির ফয়সল সাহেবের নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়তে চাই।”
তিনি আরও বলেন,> “জাকের পার্টি এমন এক শক্তি, যা বিভেদ নয়— ঐক্য সৃষ্টি করে। আমরা ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের মন জয় করতে চাই ভালোবাসার মাধ্যমে।”
সভায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং তবারক বিতরণ করা হয়।
এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সল নেতাকর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছামূলক বক্তব্য প্রদান করেন। তিনি দলীয় শৃঙ্খলা, ঐক্য ও ত্যাগের মাধ্যমে আগামী দিনের রাজনীতিতে জাকের পার্টিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।