
দেশব্যাপী ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নে জাকের পার্টির এক বিশাল সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় রাজেশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
মাঠজুড়ে ছিল উপচে পড়া জনতার ঢল। ঘারুয়া ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে “জাকের পার্টি জিন্দাবাদ” এবং “শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (রহ.) জিন্দাবাদ” ধ্বনিতে।
ভার্চুয়ালি বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী
জনসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী, যিনি জাকের পার্টির প্রতিষ্ঠাতা ও আধ্যাত্মিক নেতা শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (রহ.)-এর সুযোগ্য উত্তরসূরি। তিনি অনলাইন সংযোগের মাধ্যমে উপস্থিত নেতাকর্মী ও জনতার উদ্দেশে অনুপ্রেরণাদায়ক ভাষণ প্রদান করেন।
পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেন, “জাকের পার্টি কোনো স্বার্থের রাজনীতি করে না; এটি ভালোবাসা, শান্তি ও মানবকল্যাণের রাজনীতি। আমাদের উদ্দেশ্য মানুষের অন্তরে নৈতিকতা, ভ্রাতৃত্ব ও আল্লাহর প্রতি প্রেম জাগানো। শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (রহ.)-এর দেখানো পথে আমরা সত্য ও ন্যায়ের জন্য কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচনে জাকের পার্টি অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। জনগণের ভালোবাসা ও দোয়াকে পুঁজি করে আমরা মাঠে নামব— জনগণের কল্যাণে, নৈতিক রাজনীতি প্রতিষ্ঠায়, শান্তি ও সত্যের রাজনীতি কায়েম করতেই আমরা নির্বাচন করব। ইনশাআল্লাহ, জাকের পার্টি বিজয়ী হবে— কারণ আমাদের শক্তি হলো ভালোবাসা, নৈতিকতা ও জনগণের বিশ্বাস।”
তাঁর বক্তব্য চলাকালীন পুরো মাঠজুড়ে করতালির ঝড় ওঠে। উপস্থিত জনতা মনোযোগ দিয়ে তাঁর প্রতিটি কথা শোনেন।
সভা শেষে সকল নেতাকর্মী ও আগত জনতার জন্য বিরিয়ানি ভোজনের বিশেষ আয়োজন করা হয়। ভোজন পর্বে ছিল ভ্রাতৃত্ব ও ঐক্যের পরিবেশ— যা জাকের পার্টির ভালোবাসা, শান্তি ও মানবতার প্রতীক হয়ে ওঠে।
সভায় উপস্থিত অতিথিবৃন্দ
বিশেষ অতিথি: মোঃ শামসুল আলম সিরাজ মুন্সী, সভাপতি, সাংগঠনিক বিভাগ, ফরিদপুর
মোঃ আলমগীর কবীর, সভাপতি, জাকের পার্টি ভাঙ্গা উপজেলা
মোঃ বায়জিদ মুন্সী, সাধারণ সম্পাদক, জাকের পার্টি ভাঙ্গা উপজেলা
মোঃ মাসুম বিল্লাহ মাসুদ, সাংগঠনিক সম্পাদক, জাকের পার্টি ভাঙ্গা উপজেলা
কোহিনুর বেগম কাজলী, সভাপতি, মহিলা ফ্রন্ট, ভাঙ্গা উপজেলা
সোহানুর রহমান সুজন, সভাপতি, ছাত্র ফ্রন্ট, ফরিদপুর সাংগঠনিক বিভাগ
সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন বাদল, সভাপতি, জাকের পার্টি ঘারুয়া ইউনিয়ন।
বক্তারা বলেন, “জাকের পার্টি শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি আদর্শিক আন্দোলন— যেখানে ভালোবাসা, মানবতা ও ন্যায়ের শিক্ষা ছড়িয়ে দেওয়া হয়। পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর নেতৃত্বে দেশজুড়ে জাকের পার্টি নতুন জাগরণ সৃষ্টি করছে।”
বর্ণাঢ্য র্যালিতে মানুষের ঢল
জনসভা শেষে এক বিশাল র্যালি রাজেশ্বরদী এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মাঠে এসে শেষ হয়। পুরো আয়োজনে ছিল শৃঙ্খলা, ভ্রাতৃত্ব ও উৎসবের আমেজ।
আয়োজনে: জাকের পার্টি ঘারুয়া ইউনিয়ন ও সহযোগী সংগঠনসমূহ।
মাঠজুড়ে ছিল জনতার ঢল— যা প্রমাণ করে, জাকের পার্টির প্রতি মানুষের অফুরন্ত ভালোবাসা, ঐক্য ও বিশ্বাস অটুট।