
৬ অক্টোবর ২০২৫:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজার এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
অদ্য (সোমবার) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বিএসটিআই অনুমোদন ছাড়াই বেকারী পরিচালনা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি এবং নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে “লতিফ শাহ ফাস্ট ফুড এন্ড বেকারী”র ম্যানেজার মোঃ মনিরুল ইসলামকে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯”-এর ৪৩ ধারায় ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া, একই এলাকায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি উৎপাদন করায় “মালিগ্রাম বাজারের মিষ্টির দোকানদার কৃষ্ণ কুন্ডুকে” একই আইনের ৪৩ ধারায় ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। অভিযান চলাকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ গোলাম মওলা উপস্থিত থেকে সহযোগিতা প্রদান করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তারা আরও জানান, ভোক্তাদের সুরক্ষা, খাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।