
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি│ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বাস ভাঙ্গার ভাবুকদিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসের ভেতরে আতঙ্ক সৃষ্টি হয়। তবে বড় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙ্গা থেকে ফরিদপুর যাওয়ার পথে ভাবুকদিয়া পার হওয়ার পর যাত্রীদের সঙ্গে চালকের কথা কাটাকাটি হয়। যাত্রীরা চালকের রুক্ষ আচরণে ক্ষুব্ধ হয়ে উঠলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
যাত্রীরা অভিযোগ করেন, চালক তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছিলেন। এ নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা হুমকি দিয়ে বলেন, “তুই ভাঙ্গা বাসস্ট্যান্ডে আসলে তোকে মারবো।” এতে চালক আরও ক্ষিপ্ত হয়ে পড়েন এবং পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, হঠাৎ নিয়ন্ত্রণ হারানোয় গাড়িটি খাদে পড়ে গেলেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। যাত্রীরা সামান্য আঘাতপ্রাপ্ত হলেও সবাই নিরাপদে বাস থেকে বের হতে সক্ষম হন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার পর থেকে সংশ্লিষ্ট বাসচালক পলাতক রয়েছেন। স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।