
ফরিদপুরের নগরকান্দার তামলা ইউনিয়নের কদমতলী গ্রামের হানিফ মাতুব্বরের ছেলে জসিম মাতুব্বর (২৫) জন্ম থেকেই দুই হাতবিহীন। কিন্তু অদম্য মনোবল আর কঠোর পরিশ্রমে তিনি পা দিয়ে লিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে বর্তমানে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন।
দুই হাত না থাকায় আঙুলের ছাপ দিতে না পারায় দীর্ঘদিন ধরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাননি জসিম। ফলে পড়াশোনা ও ব্যক্তিজীবনে নানা সমস্যায় পড়তে হয়েছে তাকে। ২০২৩ সাল থেকে একাধিকবার আবেদন করলেও কাজ হয়নি। অবশেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দবির উদ্দিনের বিশেষ উদ্যোগে জসিম পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র।
জসিম বলেন, “অনেকবার চেষ্টা করেও এনআইডি পাইনি। শেষমেশ ইউএনও স্যার সহযোগিতা করায় এখন আমি জাতীয় পরিচয়পত্র পাচ্ছি। এতে আমি খুবই আনন্দিত।”
নগরকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাওন সাগর জানান, “শারীরিক প্রতিবন্ধকতার কারণে জসিমের জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে। তার এনআইডি তৈরির সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।”
এ বিষয়ে ইউএনও দবির উদ্দিন বলেন, “জসিমের এনআইডির ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই, জসিমের মতো সংগ্রামী তরুণরা তাদের অধিকার পাক এবং সমাজে অনুপ্রেরণা হয়ে উঠুক।”
জীবনের প্রতিকূলতাকে জয় করে নিয়মিত পড়াশোনার পাশাপাশি ব্যবসাও চালিয়ে যাচ্ছেন জসিম—কখনো ফলের ব্যবসা, আবার কখনো কাঁচামালের ব্যবসা। তার অদম্য ইচ্ছাশক্তি ও দৃঢ় মনোবল অন্যদের জন্য অনুকরণীয় হয়ে উঠেছে।