
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে ব্যাপক সাড়া ফেলেছেন ভাঙ্গা উপজেলা জামায়াতের আমির ও ত্যাগী, জনপ্রিয় এবং সহজ-সরল নেতা মাওলানা মোহাম্মদ ছরোয়ার হোসেন।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে তিনি শতাধিক গাড়ি ও অসংখ্য মোটরসাইকেল নিয়ে এক বিশাল শোভাযাত্রা বের করেন, যা পুরো এলাকায় নির্বাচনী আমেজ সৃষ্টি করে।
বিশাল শোভাযাত্রা ও গণজোয়ার
মালিগ্রাম বাজারের ওভারব্রিজের নিচ থেকে শুরু হয়ে দেওড়া ও কালামৃধা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এই শোভাযাত্রা সমাপ্ত হয়। শোভাযাত্রায় স্থানীয় নেতাকর্মীসহ হাজারো সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। চারদিকে “দাঁড়িপালা মার্কায় ভোট দিন” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ।
সমাবেশ শেষে মাওলানা ছরোয়ার হোসেন লিফলেট হাতে দোকানে দোকানে, ভ্যান-রিকশা ও পথচারীদের কাছে গিয়ে দাঁড়িপালা মার্কায় ভোট চান। প্রতিটি স্থানে সাধারণ মানুষ তাকে বুকে টেনে নেন এবং বিপুল ভোটে জয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন –
“ফরিদপুর-৪ আসনকে আমি মাদক, দুর্নীতি, জবরদখল ও চাঁদাবাজিমুক্ত করতে চাই। হিন্দু-মুসলিম নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য। জনগণই আমার শক্তি। আমি বিশ্বাস করি, এ আসনের মানুষ পরিবর্তন চায়, সৎ নেতৃত্ব চায়।”
এলাকার সাধারণ মানুষ জানায়, বহুদিন পর এমন একজন সৎ, ন্যায়পরায়ণ ও ধর্মপ্রাণ প্রার্থীকে তারা পেয়েছেন, যিনি শুধু ভোটের সময় নয়, সবসময় জনগণের পাশে থাকেন। তার সহজ-সরল জীবনধারা, পরিশ্রমী মনোভাব ও দৃঢ় রাজনৈতিক অবস্থান ইতিমধ্যেই ভোটারদের মধ্যে আস্থা ও আশার সঞ্চার করেছে।
রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনের সাধারণ ভোটাররা পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। জনগণের ভালোবাসা ও বিপুল সাড়ার কারণে মাওলানা ছরোয়ার হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপালা মার্কায় ব্যাপক ভোটে বিজয়ী হবেন বলেই আশা করা হচ্ছে।