আজ শনিবার, হঠাৎ করেই ভিন্ন রকম এক আনন্দঘন আয়োজনের সাক্ষী হলো ফরিদপুরের ভাঙ্গা উপজেলা। উপজেলার সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আকস্মিক পিকনিকের আয়োজন করা হয় ভাঙ্গা গোলচত্বর সংলগ্ন একটি মনোরম স্থানে।
প্রকৃতির খোলা বাতাস আর সাপ্তাহিক ছুটির মেজাজ মিলিয়ে পিকনিকটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা ভোজনের আগেই মেতে ওঠেন নানা রকম আনন্দে—ছবি তোলা, স্মৃতিচারণা, হাসি-ঠাট্টা ও বন্ধুত্বপূর্ণ আড্ডায়।
আয়োজনে পরিবেশিত হয় স্থানীয় সুস্বাদু খাবার, যা ভোজনরসিকদের জন্য ছিল এক অনন্য উপহার।
এ সময় সাধারণ সম্পাদক সাইফুল্লাহ শামীম বলেন,
সাংবাদিকতা যেমন একটি গুরুদায়িত্বের পেশা, তেমনি পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন রক্ষা করাও জরুরি। আজকের এই হঠাৎ পিকনিক আমাদের মধ্যে সেই ভালোবাসা ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করেছে। আমরা চাই, এমন আনন্দ আয়োজন আরও হোক এবং আমরা সবাই মিলে সুন্দর পরিবেশে কাজ করতে পারি।”
অনেকে মত প্রকাশ করেন, এ ধরনের আয়োজন নিয়মিত হলে সাংবাদিকদের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে এবং পেশাগত কাজেও এর ইতিবাচক প্রভাব পড়বে।
পিকনিক শেষে সবাই একটি স্মৃতিময় দিনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজনের প্রত্যাশা জানান।