দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিদপুরা গ্রামে অবস্থিত রশিদপুরা দাখিল মাদ্রাসার ৩য় তলার ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। ০১ আগস্ট ২০২৫, শুক্রবার ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করেই এ কাজের শুভ সূচনা করা হয়।
স্থানীয় জনগণ এবং মাদ্রাসা কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতার ফলেই অবশেষে এই কাজ বাস্তবায়নের পথে এগিয়ে গেল। এলাকাবাসী জানিয়েছেন, এই মাদ্রাসাটি দীর্ঘদিন ধরেই এলাকার শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং এর রয়েছে একটি গৌরবোজ্জ্বল সুনাম।
রশিদপুরা দাখিল মাদ্রাসা থেকে প্রতিবছর বহু শিক্ষার্থী কৃতিত্বের সাথে দাখিল ও অন্যান্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষার পথে অগ্রসর হচ্ছে। মাদ্রাসার উন্নয়নমূলক এই কাজ সম্পন্ন হলে শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।
মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যথাসময়ে এবং মান বজায় রেখে কাজটি শেষ করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
👉 উল্লেখযোগ্য: ঝড়-বৃষ্টির মধ্যেও কাজ শুরুর এই দৃঢ় মানসিকতা মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসীর অদম্য ইচ্ছাশক্তির একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।