ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ২৮ জন কৃতি শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও সনদপত্র।
অনুষ্ঠানটি আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরম্যান্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (PBGSI) এর আওতায় ফরিদপুর জেলা শিক্ষা অফিস ও ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ভাঙ্গা সরকারি কে এম কলেজের অধ্যক্ষ মোঃ নিজাম খান। এছাড়াও বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, অভিভাবক প্রতিনিধি ও কৃতি শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার পোলাত বিশ্বাস।
আয়োজকরা জানান, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নেও বড় ভূমিকা রাখবে।
পুরো মিলনায়তনে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।