1. live@www.dainikbhangarzamin.online : দৈনিক ভাঙ্গার জমিন : দৈনিক ভাঙ্গার জমিন
  2. info@www.dainikbhangarzamin.online : দৈনিক ভাঙ্গার জমিন :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পৌর সভার হাট-বাজারে রিক্সা প্রতিকের গণসংযোগ ফরিদপুরের ভাঙ্গায় ফ্রি চক্ষু ক্যাম্প: দুইহাজার রোগীর চিকিৎসা, মানবসেবায় অনন্য নজির স্থপতি মুজাহিদ বেগের ফরিদপুর-৪ আসনে ইসলামী তিন দলের ঐক্য: নির্বাচনে নতুন চমক! সোলামুখীর চর আছহাবে ছুফফা মাদ্রাসার ১০তম বার্ষিক ওয়াজ মাহফিল: ইসলামী চেতনায় উজ্জীবিত জনসমাগম ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিসের বিশাল জনসভা: খেলাফত প্রতিষ্ঠায় ইসলামী শক্তির জাগরণ জাল দলিল মামলায় সাবেক কমিশনার বাকি মাতুব্বরের ২ বছরের কারাদণ্ড — আদালতের দৃষ্টান্তমূলক রায় 🌹 নুরুল্লাগঞ্জে জাকের পার্টির ঐতিহাসিক সাংগঠনিক জনসভা ও র‍্যালি পাইকপাড়া ইউনিয়নে জাকের পার্টির মহাসমাবেশে জনতার ঢল ভাঙ্গার মুনসুরাবাদে জাকের পার্টির বর্ণাঢ্য জনসভা ও শোভাযাত্রা — ঐক্যের বার্তা ও উন্নয়নের প্রতিশ্রুতি

কালামৃধা হাট বাজারে তিন উপজেলা (ভাঙ্গা, শিবচর, রাজৈর)লোকজনই কালামৃধা বাজার নির্ভর ছিল, এটা তিন থানার মহনা হিসেবে ছোট বেলায় দেখেছি জাসদ ও সর্বহারা পার্টির উপদ্রব ছিল।

লেখক হাজী শাহীন ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের আট্রা ভাষড়া গ্রামে জন্ম।
  • প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৩৪৮ বার পড়া হয়েছে

ফরিদপুর ভাঙ্গা উপজেলার আজিম নগর ইউনিয়ন ও পাশবর্তী ১০ নং কালামৃধা ইউনিয়ন, এ দুটি ইউনিয়ন জেলার ভাঙ্গা উপজেলা শেষ প্রান্তে মাদারীপুর জেলার শিবচর ও রাজৈর উপজেলার সীমান্ত এলাকা (বর্ডার সইড)। রোড ঘাট উন্নতি ও উন্নয়নের পূর্বে বিশেষ করে কালামৃধা ইউনিয়নের কালামৃধা হাট বাজারে তিন উপজেলার (ভাঙ্গা, শিবচর, রাজৈর)লোকজনই কালামৃধা বাজার নির্ভর ছিল, এটা তিন থানার মহনা হিসেবে ছোট বেলায় দেখেছি জাসদ ও সর্বহারা পার্টির উপদ্রব ছিল। এরশাদ সরকারের উপজেলা পর্যায়ের উন্নয়ন ও ডিজিটালের ছোঁয়ায় উল্লেখিত ইউনিয়ন দুটিকে বর্তমান সময়ে প্রত্যন্ত অঞ্চল বলার আর সুযোগ নাই। ডিজিটালের সুবাদে দেশের অনেক অনেক এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান কলকারখানা ও বিভিন্ন ধরনের উদ্যোক্তা সৃষ্টি হলেও ফরিদপুরের বিশেষ করে ভাঙ্গা উপজেলায় দুই নম্বরি কাজের উদ্যোক্তা বেড়েছে উল্লেখযোগ্য হারে তন্মধ্যে আজিম নগর ও কালামৃধা ইউনিয়ন দুটিতে মাদক ব্যাবসায়ী, নানা প্রকার মাদক সেবনকারী, ইয়াবা (বাবা)ট্যাবলেটের খাদক বিক্রিেতা মহাজনের সংখ্যা নির্ণয় করে নেশাখোরদের আনুমানিক অংকটা উল্লেখ করাও কষ্টসাধ্য। ভাঙ্গা উপজেলাকে সারাদেশের মানুষ না, চিনলেও ভাঙ্গার নাম জানে না সমাজে এমন সচেতন নাগরিকের সংখ্যা অতি নগন্য, কারণ অদৃশ্য একটা শিল্প প্রতিষ্ঠান যেমন,-মোবাই ফোনে প্রতারণা (ওয়েলকাম পার্টি) বিকাশ প্রতারক, ব্যংক একাউন্ট হ্যাকিং, ইয়াবা,ফেনসিডিল (ডাইল),মদ,গাঁজা সহ এহেনো নেশাদ্রব্য নাই যাহা ভাঙ্গা উপজেলায় কমবেশী নাই,তন্মধ্যে ১০ কালামৃধ ইউনিয়ন ও আজিমনগর ইউনিয়নের বেশ কটি গ্রাম মাদক সহ চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি’র স্বর্গ রাজ্যে পরিনত হয়েছে, নতুন মাদক ব্যাবসায়ী ডাকাত ও খুনীদের হাতে সম্প্রতি হয়ে গেল আজিম নগর ইউনিয়নের সবচেয়ে ছোট্ট (মৌজা)থানমাত্তা গ্রামের দুই যুবক খুন জোরা খুন,জানা যায় খুনের শিকার ইয়াসিন খালাসি ও রায়হান শেখ, এরা একে অপরের প্রতিবেশী ও ভালো বন্ধু ছিল। সংঘবদ্ধ ২০/২৫ জনের খুনীচক্র পূর্ব শত্রুতার জেরে ইয়াসিন ও রায়হান কে মোবাইল ফোনে ডেকে নিয়ে সুপরিকল্পিত ভাবে ঠান্ডা মাথায় জনবহুল পাকা রাস্তার পাশবর্তী জমিতে ছুরিকাঘাত ও পরে গলা কেটে হত্যা করে। শুনেশি ইয়াসিন খালাসি কে স্পষ্টে মৃত্যু নিশ্চিত করে, ইতিমধ্যে পাশের থানমাত্তা বটতলায় কয়েকটি চা’য়ের আড্ডার দোকানপাট রয়েছে, পথচারীদের সংবাদে বটতলার লোকজন এগিয়ে আসলে মারাত্মক জখম করা রায়হানকে উপস্থিত লোকজন গলার ধর কাটা অবস্থায় জীবিত উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে এবং দুদিন চিকিৎসারত থেকে মৃত্যুর সাথে লড়াই করে রায়হান ও না’ফেরার দেশে চলে যায় (ইন্না-লিল্লাহি——রাজিউন)। চিহ্নিত ২০/২৫ জনের খুনী চক্র কে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবীতে এলাকার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে খুনীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবীতে মানব বন্ধন ও মিটিং মিশিল করেছে এবং করছে। আইন প্রয়োগকারী সংস্থা ও লোকাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ও,সি) দ্রুত আসল খুনীদের গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়ে সাময়িকী স্হানীয় আমজনতার মিটিং মিশিল মানববন্ধন ও ভাঙ্গা মাওয়া এক্সপ্রেসওয়েতে (হাইওয়ে রোড) সমবেত হওয়ার প্রস্তুতি স্থগিত করেছে বলে বিশ্বস্ত সুত্রে জানা গেছে। একই এলাকায় ৬ ডিসেম্বর ২০১১ খ্রীঃ আইন শৃঙ্খলা বাহিনীর র্্যাব/ডিবি পুলিশ পরিচয়ে মালিগ্রাম বাস স্টান্ড থেকে ৪ যুবক ও পুলিয়া হাইস্কুলেের সামনে থেকে আমার সরহদ কাইউম মুন্সী ও ভাগ্নে পল্লী চিকিৎসক ডাঃ আসাদকে সাদা মাইক্রোবাসে তুলে ফরিদপুরের দিকে চলে যায়, আহত অবস্থায় জুবায়দা জুট মিলের সামনে ডাঃ আসাদ সিকদার কে আহত অবস্হায় ফেলে গেলেও আমার ভাই সহ একই পাড়ার পাঁচ যুবকের আজও কোন সন্ধান মিলে নি, আমি ভাইয়ের সন্ধানে আইনি প্রক্রিয়ার পাশাপাশি “আটরা ভাসড়া ট্রাজেডি” শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে গুম খুনের বিচারের দাবীতে মাঝে মধ্যে একটু লিখালিখি করি। অন্তবর্তীকালীন সরকারের সময়ে যৌথবাহিনী কতৃক অপারেশন “ডেভিল হান্ট” চলাকালীন সময়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার থানমাত্তা গ্রামের সদ্য ঘটে যাওয়া জোরা খুনের ঘটনার চিহ্নিত থানমাত্তা ও আটরা ভাসড়া’র খুনী গং বা মদক আসক্ত কিশোর গ্যাং’রা (আসামি) দ্রুত গ্রেফতারের আওতায় না আসায় এলাকা বাসী ক্ষুব্ধ এবং হতাশ। আমি ঢাকাস্থ ঐ এলাকার সন্তান হিসেবে মাননীয় স্বরাষ্ট্র উপদেস্টা, পুলিশ প্রধান সন্মানিত আইজিপি মহোদয় ও ঢাকা রেঞ্জ ডিআইজি “রেজাউল করিম মল্লিক” মহোদয়, পুলিশ সুপার ফরিদপুর সহ আইন প্রয়োগকারী সংস্থার প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে বিনীত অনুরোধ করবো এজারভূক্ত আসামী, অজ্ঞাত সন্দেহ ভাজনদের সঠিক তদন্তের মাধ্যমে ফাইন্ড আউট করে খুনীদের ও খুনের মদদ দাতাদের দ্রুত গ্রেফতারে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ প্রদান করুন। উপজেলার কালামৃধা ইউনিয়ন ও আজিমনগর ইউনিয়নের অসৎ কর্মে অর্থাৎ ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল, মদ,গাঁজা, ওয়েলকাম, বিকাশ প্রতারক, ব্যাংক একাউন্ট হ্যাকার,ইদানিং সময়ে ফ্যাসিস্টের দোসর ভূমি দস্যু বালু খেকো লুটেরা,খুনী সাবেক সংসদ নিক্সন চৌধুরীর কতিপয় শিষ্য সারিগেত ভূমিদস্যুতা শুরু করেছে এবং এই সিন্ডিকেটে ৮থেকে ১০ সক্রিয় ভূমিদস্যু হিসেবে এলাকায় পরিচিতি পেয়েছে। কালামৃধায় সেখানে সেখানে খাস জমি দোহত্তরী, করিমের মধ্যে রহিম জমি পাবে রহিমের জমির মধ্যে করিম জমি পাবে এ ধরনের ভুয়া সংঘবদ্ধ টাউট বাটপার গ্রুপ সৃষ্টি হয়ে অন্যায়ভাবে জোরপূর্বক অন্যের বসত বাড়ি দখলের পায়তারা করে এলাকায় অশান্তির সৃষ্টি করছে।বিশ্বস্ত সূত্রে জানা যায় অর্থলোভী ঘুষখোর কিছু ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীর সাথে কালামৃধার ভূমিদস্যুদের সখ্যতা রয়েছে। জায়গায় জায়গায় মানুষের নিষ্কণ্টক জমিতে বড়ো বড়ো করে স্ব- লিখিত ভিত্তিহীন একাধিক সাইনবোর্ড ঝুলিয়ে বা লাগিয়ে নিরীহ লোকজন কে ভয়ভীতি প্রদর্শন করে টাকা হাতিয়ে নেওয়ার পায়তারায় লিপ্ত হয়েছে। কালামৃধার বিভিন্ন স্হানে ভূমিদস্যুদের স্ব উদ্যোগে লাগানো সাইনবোর্ড গুলো দৃশ্যমান। তদন্ত পূর্বক এই চিহ্নিত ভূমিদস্যু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে যে কোন সময় বড়ো ধরনের দুরঘটনা(মারামারি) ঘটে যেতে পারে।,
শত্রুর হাতে থানমাত্তার পরিকল্পিত জোরা খুনের প্রতি তীব্র নিন্দা ও ঘৃণা প্রদর্শন করে ইয়াসিন এবং রায়হানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং প্রশাসনের হস্তক্ষেপে দোষী ও খুনীদের গ্রেফতার করে সুবিচার প্রতিষ্ঠায় খুনীদের ফাঁসি দাবী করছি। সামাজিক অপরাধ রোধে ফেসবুক বন্ধুদের ও শুভাকাঙ্ক্ষীদের fb পোস্টটি বেশী বেশী শেয়ার দিয়ে ও শেয়ারিং করে ভাইরাল করার জন্য এবং সন্তান হারা দরিদ্র মা’ বাবা আত্মীয় স্বজন ও স্বজ্জনরা যাতে করে সুবিচার পাইতে পারে সেই কারণে বিনীত অনুরোধ করছি । ধন্যবাদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট