1. live@www.dainikbhangarzamin.online : দৈনিক ভাঙ্গার জমিন : দৈনিক ভাঙ্গার জমিন
  2. info@www.dainikbhangarzamin.online : দৈনিক ভাঙ্গার জমিন :
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পৌর সভার হাট-বাজারে রিক্সা প্রতিকের গণসংযোগ ফরিদপুরের ভাঙ্গায় ফ্রি চক্ষু ক্যাম্প: দুইহাজার রোগীর চিকিৎসা, মানবসেবায় অনন্য নজির স্থপতি মুজাহিদ বেগের ফরিদপুর-৪ আসনে ইসলামী তিন দলের ঐক্য: নির্বাচনে নতুন চমক! সোলামুখীর চর আছহাবে ছুফফা মাদ্রাসার ১০তম বার্ষিক ওয়াজ মাহফিল: ইসলামী চেতনায় উজ্জীবিত জনসমাগম ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিসের বিশাল জনসভা: খেলাফত প্রতিষ্ঠায় ইসলামী শক্তির জাগরণ জাল দলিল মামলায় সাবেক কমিশনার বাকি মাতুব্বরের ২ বছরের কারাদণ্ড — আদালতের দৃষ্টান্তমূলক রায় 🌹 নুরুল্লাগঞ্জে জাকের পার্টির ঐতিহাসিক সাংগঠনিক জনসভা ও র‍্যালি পাইকপাড়া ইউনিয়নে জাকের পার্টির মহাসমাবেশে জনতার ঢল ভাঙ্গার মুনসুরাবাদে জাকের পার্টির বর্ণাঢ্য জনসভা ও শোভাযাত্রা — ঐক্যের বার্তা ও উন্নয়নের প্রতিশ্রুতি

ভাঙ্গায় ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুর ভাঙ্গা প্রতিনিধি, ছানোয়ার হোসেন:
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩৪৯ বার পড়া হয়েছে

“নিয়মিত ভুমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে রোববার সকাল দশ টায় ভাঙ্গা উপজেলা ভুমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় উক্ত কর্মসূচি আয়োজন করা হয়। চলবে ২৭ মে পর্যন্ত।

এই উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা ভুমি অফিস চত্বর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে অফিস চত্বরে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মেশকাতুল জান্নাত রাবেয়া এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাচেন উদ্দিন, একাডেমিক সুপারভাইজার পোলাত বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ টুকু মোল্লা প্রমুখ।

আলোচনা সভায় ‌বক্তারা বলেন ” ভূমি মেলা ২০২৫ এর প্রধান উদ্দেশ্য হচ্ছে ভূমি সংক্রান্ত সেবাসমূহ সকল মানুষের কাছে পৌঁছে দেয়া। এ উদ্দেশ্যে ‌ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসগুলো থেকে ভূমি সংক্রান্ত সকল সেবা পাওয়া যাবে। ভূমি সংক্রান্ত সকল সেবার জন্য অনলাইনে নির্ধারিত ফির বাইরে অন্য কোন ফি দেওয়া লাগবে না। অনলাইনের মাধ্যমে মিউটেশনের আবেদন করা যাবে। সরকার নির্ধারিত ফি প্রদান করে মিউটেশনের কাগজপত্র সংগ্রহ করা যাবে। বর্তমানে অনলাইনের মাধ্যমে সহজেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যায়। এ জন্য কারও কাছে যেতে হয় না। নিজের কর নিজেই পরিশোধ করা যায়। এছাড়াও ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্য অনলাইনে পাওয়া যায়।

বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলে কৃষিজীবী মানুষের কাছে ভূমি সেবা সংক্রান্ত বার্তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তারা এখনও এ বিষয়ে অজ্ঞ রয়েছে। যে কারণে এই কৃষকেরা নানা রকম হয়রানির শিকার হয়। ভূমির মালিকানা দাবির জন্য ও নিজ জমি সম্পর্কে সঠিক ধারণা পেতে দলিল, রেকর্ড, মিউটেশন, দাখিলার মাধ্যমে জমি সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে নিজের জমি সঠিক ধারণা রাখা প্রয়োজন। অবৈধভাবে ভূমি দখল করলে বা জটিলতা সৃষ্টি করলে বর্তমানে ফৌজদারী মামলার বিধান রয়েছে।

এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট