1. live@www.dainikbhangarzamin.online : দৈনিক ভাঙ্গার জমিন : দৈনিক ভাঙ্গার জমিন
  2. info@www.dainikbhangarzamin.online : দৈনিক ভাঙ্গার জমিন :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় খেলাফত মজলিশ পৌর কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত পীরগঞ্জে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ রিয়েক্টিফাইভ উদ্ধার, আটক ২ ভাঙ্গায় সোনাময়ী উচ্চ বিদ্যালয়ে দুর্বৃত্তদের দুঃসাহসিক চুরি রেজিস্ট্রেশনের টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট, ক্ষোভে এলাকাবাসী ভাঙ্গার কালামৃধা ইউপি চেয়ারম্যান রেজাউল মাতুব্বর দীর্ঘদিন পর অফিসে ভাঙ্গায় আল আরাফাহ ইসলামী ব্যাংক (এজেন্ট শাখা) ম্যানেজার অবরুদ্ধ গ্রাহকের অভিযোগ—কোটি টাকার নেই হদিস! ভাঙ্গার কালামৃধায় উৎসবমুখর পরিবেশে ফাইনাল টুর্নামেন্ট ২০২৫ সম্পন্ন ভাঙ্গায় ফাইনাল টুর্নামেন্ট ২০২৫: উত্তেজনাপূর্ণ ম্যাচ ও খিচুড়ি উৎসব ভাঙ্গা উপজেলার দেওড়া উচ্চ বিদ্যালয়ে নবম-দশম শ্রেণীর ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত: বিজয়ী দশম শ্রেণীর একাদশ ভাঙ্গা পৌর শাখার কাউন্সিল সম্পন্ন: ‘ধর্ম-বর্ণ ভিন্নমত, সবার জন্য খেলাফত’ স্লোগানে নতুন নেতৃত্ব ঘোষণা

ভাঙ্গায় দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা শুরু

ফরিদপুরের ভাঙ্গার প্রতিনিধি, ছানোয়ার হোসেন:
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম ধাপের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে

পরীক্ষা শুরু হয়েছে। রবিবার (১৮মে) সকাল ১০ঘটিকায় এই পরীক্ষা চলবে ১১টা পর্যন্ত। এই প্রথম দাফের পরীক্ষায় সুষ্ঠুভাবে এ পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা দিয়েছে দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জুলহাস মাতব্বর।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা
লিখিত ও মৌখিক পরীক্ষার দিন সকাল ১০টায় শিক্ষার্থীদের নির্ধারিত আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করতে পারবেন না। পরীক্ষা শুরুর পর থেকে ওএমআর ফরম জমা না দেয়া পর্যন্ত কাউকে বাইরে যেতে দেওয়া হবে না। তাই পরীক্ষা শুরু হওয়ার আগেই সব প্রয়োজন মিটিয়ে আসতে হবে।
কক্ষ পরিদর্শকের অনুমতি ব্যতীত নিজ আসন ছাড়া অন্য কোনো আসনে বসা যাবে না। পরীক্ষাকেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র,

জাতীয় বস্তু, ইলেকট্রনিকস হাতঘড়ি বা যে কোনো ধরনের ইলেকট্রনিকস ডিভাইস, যোগাযোগের যন্ত্র বা এ–জাতীয় বস্তু সঙ্গে নিয়ে ঢুকতে দেওয়া হবে না। তিনি আরো বলেন কোমলমতি শিক্ষার্থীরা হলেন আমাদের সন্তানের মত এদের আদর সোহাগ দিয়ে লেখাপড়া করে থাকি। আমি আমার শিক্ষকদেরকে পুরোপুরি নির্দেশনা দিয়েছি, যে পরীক্ষা যেন সুষ্ঠুভাবে হয়। কোন বাচ্চার প্রতি কোন বড় শর্ম হবে না কেন না বাচ্চা আমাদের কাছে সবাই সমান এই বাচ্চাদের কোন প্রভাব না হয়, শুধু বাচ্চাদের প্রশ্নটা বুঝিয়ে দেবেন।

সরেজমিন রবিবার সকাল ১০টায় দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।পরীক্ষাকে কেন্দ্র করে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে।

দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সাবেক সভাপতি দেখি টেলিভিশনকে জানান
অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষা শুরু হয়েছে।এতে কোমলমতি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ গ্রহণ করেছে।

নিয়ম মত আমি মোটামুটি শিক্ষকদের সাথে বসি আজ স্কুলের হলে এসে দেখলাম শান্তি-শৃঙ্খলা ভাবে পরীক্ষা দিচ্ছে।
সর্বোপরি প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে সহায় ভূমিকা পালন করে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক অহিদ চকদার, শিক্ষক বিপ্লব, শিক্ষক সোহাগ বেপারী, শিক্ষিকা নাসিমা বেগম, প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট