1. live@www.dainikbhangarzamin.online : দৈনিক ভাঙ্গার জমিন : দৈনিক ভাঙ্গার জমিন
  2. info@www.dainikbhangarzamin.online : দৈনিক ভাঙ্গার জমিন :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় খেলাফত মজলিশ পৌর কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত পীরগঞ্জে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ রিয়েক্টিফাইভ উদ্ধার, আটক ২ ভাঙ্গায় সোনাময়ী উচ্চ বিদ্যালয়ে দুর্বৃত্তদের দুঃসাহসিক চুরি রেজিস্ট্রেশনের টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট, ক্ষোভে এলাকাবাসী ভাঙ্গার কালামৃধা ইউপি চেয়ারম্যান রেজাউল মাতুব্বর দীর্ঘদিন পর অফিসে ভাঙ্গায় আল আরাফাহ ইসলামী ব্যাংক (এজেন্ট শাখা) ম্যানেজার অবরুদ্ধ গ্রাহকের অভিযোগ—কোটি টাকার নেই হদিস! ভাঙ্গার কালামৃধায় উৎসবমুখর পরিবেশে ফাইনাল টুর্নামেন্ট ২০২৫ সম্পন্ন ভাঙ্গায় ফাইনাল টুর্নামেন্ট ২০২৫: উত্তেজনাপূর্ণ ম্যাচ ও খিচুড়ি উৎসব ভাঙ্গা উপজেলার দেওড়া উচ্চ বিদ্যালয়ে নবম-দশম শ্রেণীর ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত: বিজয়ী দশম শ্রেণীর একাদশ ভাঙ্গা পৌর শাখার কাউন্সিল সম্পন্ন: ‘ধর্ম-বর্ণ ভিন্নমত, সবার জন্য খেলাফত’ স্লোগানে নতুন নেতৃত্ব ঘোষণা

ভাঙ্গা উপজেলায় বিএন”পি কর্তৃক ৩১ দফা বাস্তবায়ন ও দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিতে জনসভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

ছানোয়ার হোসেন,স্টাফ রিপোর্টার:
ফরিদপুর ভাঙ্গা উপজেলা বিএনপি’র ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়ন ও দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিতে কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয় এর মাঠে শনিবার ৩মে বিকেল তিন ঘটিকায় জনসভা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষের ফরিদপুর ৪ আসনের সংসদ পদপ্রার্থী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের নির্বাচনী প্রচারণা,

জনসভা সফল যোগদানের লক্ষ্যে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা এর নেতৃত্বে শত শত নেতাকর্মী ও কৃষক দল প্রেমী সাধারন জনগণ কে সাথে নিয়ে ভাঙ্গা উপজেলা থেকে যাত্রা শুরু করে, কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয এর মাঠে জনসভায় উপস্থিত হন।

অপরদিকে বিএনপি’র দুর্দিনের কান্ডারী কালামৃধা ইউনিয়নের বিএনপির সভাপতি লিন্টু আকন্দ বিএনপি”র সিনিয়র সহ-সভাপতি মোশারফ মাতুব্বরের নেতৃত্বে শতশত বিএন”পি নেতাকর্মী সহ বিএনপি প্রেমী সাধারন জনগণ কে সাথে নিয়ে কালামৃধা ইউনিয়নের গোবিন্দ উচ্চ বিদ্যালয় এর মাঠে জনসভায় উপস্থিত হন।

আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবাহান শামীম,পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান পান্না, ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, ভাঙ্গা উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি সাইদ মুন্সী, উপজেলা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বিটু, শ্রমিক দলের সভাপতি প্রার্থী কাওসার মোল্লা, উপজেলা কৃষকদলের পৌর বিএনপি জয়েন্ট সেক্রেটারি ওসমান মুন্সী,শ্রমিক নেতা আক্তার মুন্সি,ও ইউনিয়নের সভাপতি লিন্টু আকন্দ, বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোশারফ মাতুব্বর, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বেপারী, যুবদলের সভাপতি শরীয়ত উল্লাহ (রাকিব), কৃষক দলের সেক্রেটারি খোন্দকার আব্দুল সামাদ,ও কামরুল হাসান, নাজমুল হোসেন সহ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই সহযোগিতা করলে ফরিদপুর -৪ আসনে বিএনপি বিজয়ী হবে। ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করুন । সভায় বিপুল পরিমাণ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট