ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।
সাংবাদিকদের তিনি জানান, গত ৩ ডিসেম্বর বাছাই পর্বে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলের শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে।
প্রার্থিতা ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করে মিজানুর রহমান মোল্লা বলেন, মনোনয়নপত্র বাতিলের খবরে ফরিদপুর-৪ আসনের সাধারণ মানুষ এবং নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছিলেন। তবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে তারা আবার নতুনভাবে উজ্জীবিত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, তিনি শতভাগ আশাবাদী। ‘রিকশা’ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন এবং ইনশাআল্লাহ জনগণের ভোটে তিনি বিজয়ী হবেন বলে বিশ্বাস করেন।