ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দক্ষিণ কালামৃধা জামে মসজিদে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) পবিত্র জুমার দিনে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর জান্নাতের উচ্চ মাকাম কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী নাজমুল হাসান, কালামৃধা ইউনিয়ন বিএনপির সভাপতি লিন্টু আকন্দ, ইউনিয়ন বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোশারফ, হাবিবুর রহমান মোড়লসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
এছাড়া কালামৃধা ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—
রিপন খলিফা, মো. মহিম, সবুজ মাতুব্বর, সূর্য মিয়া, নওয়াব ব্যাপারী, মানিক খলিফা, শামীম হাওলাদার, আসাদুল মোড়ল, ইকবাল মোড়ল, মোহাম্মদ নাঈম, মো. সবুজ খলিফা, নিজাম মোল্লা, নাঈম মুন্সীসহ আরও অনেক নেতাকর্মী।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ভাঙ্গা উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিলের সার্বিক পরিচালনায় ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভাঙ্গা উপজেলা কালামৃধা ইউনিয়ন শাখার নেতা মো. শরিয়াতুল্লাহ মোড়ল। এ সময় তিনি বলেন,
“আজ পবিত্র জুমার দিনে আমার নিজ বাড়ি সংলগ্ন জামে মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছি। আল্লাহ তায়ালা যেন মরহুমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন—আমিন।”
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষক দলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দোয়া ও মিলাদ মাহফিল বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন মহাসিন মতব্বর। অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনে সৌজন্য সহায়তা প্রদান করেন যুক্তরাজ্যপ্রবাসী মোহাম্মদ রাফি।