
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী আতাউর রহমান কালু-এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে কমিউনিস্ট পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ উপলক্ষে স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন এবং নির্বাচনে গণমানুষের পক্ষে লড়াই জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
কমিউনিস্ট পার্টির নেতারা বলেন, মনোনয়নপত্র বৈধ হওয়া জনগণের অধিকার, গণতন্ত্র ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার পথে একটি ইতিবাচক অগ্রগতি। তারা আশাবাদ ব্যক্ত করেন—এই আসনের সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবেন।
কমিউনিস্ট পার্টি: আদর্শ ও রাজনীতি
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) একটি বামপন্থী, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলটি মূলত শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ ও মেহনতি জনগোষ্ঠীর অধিকার রক্ষায় রাজনীতি করে থাকে। শোষণ-বৈষম্যহীন সমাজ, সামাজিক ন্যায়বিচার এবং রাষ্ট্রীয় সম্পদের ন্যায্য বণ্টন—এগুলোই পার্টির মূল আদর্শ।
ঐতিহাসিকভাবে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির রাজনৈতিক কার্যক্রমের সূচনা হয় ১৯৪৮ সালে। দীর্ঘ পথচলায় দলটি ভাষা আন্দোলন, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
কৃষক ও শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে অঙ্গীকার
কমিউনিস্ট পার্টি বরাবরই কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, কৃষি উপকরণের দাম কমানো, মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ভাঙা এবং শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে।
দলটির রাজনীতিতে বহুল ব্যবহৃত বক্তব্য ও স্লোগানের মধ্যে রয়েছে—
“কৃষকের ন্যায্যমূল্য, শ্রমিকের ন্যায্য মজুরি”,
“শোষণ নয়, ন্যায়বিচার চাই”,
এবং “গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষা”।
নির্বাচনে গণমানুষের পক্ষে লড়াইয়ের প্রত্যয়
মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় প্রার্থী আতাউর রহমান কালু বলেন,
“এই নির্বাচন শুধু ক্ষমতার জন্য নয়; এটি কৃষক-শ্রমিক-খেটে খাওয়া মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লড়াই। জনগণকে সঙ্গে নিয়েই আমরা পরিবর্তনের রাজনীতি গড়ে তুলতে চাই।”
এদিকে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারাও কমিউনিস্ট পার্টির প্রার্থীকে সমর্থন জানিয়ে বলেন, এই আসনে বিকল্প ও জনমুখী রাজনীতির প্রয়োজন রয়েছে, যা কমিউনিস্ট পার্টি ধারাবাহিকভাবে করে আসছে।