
ফরিদপুর-৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. মিজানুর রহমান মোল্লার পক্ষে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে শনিবার (২৯ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই প্রচারণা চলেছে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও অলি-গলিতে।
৪ গ্রামের কেন্দ্রীয় অংশজুড়ে গণসংযোগ
চুমুরদী ইউনিয়নের সরকারি চারটি গ্রাম— পূর্ব সদরদী,চুমুরদী,রায়পাড়া সদরদী, পশ্চিম সদরদী।
এই চার গ্রাম জুড়ে দোকানপট্টি, চৌরাস্তামোড়, মসজিদসংলগ্ন এলাকা এবং জনবহুল পয়েন্টে খেলাফত মজলিসের নেতা–কর্মীরা লিফলেট বিতরণ করেন। রিক্সা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করতে গিয়ে তারা ব্যবসায়ী, কৃষক, দিনমজুর, গৃহিণী, যুবসমাজসহ সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
স্থানীয় জনগণ শান্তিপূর্ণ প্রচারণাকে স্বাগত জানিয়ে জানান—
“আমরা এবার সৎ, নীতিনিষ্ঠ এবং জনগণের পাশে থাকা নেতৃত্ব দেখতে চাই।”
উপস্থিত নেতৃবৃন্দ
গণসংযোগে অংশ নেন—
মাওলানা হাফিজুর রহমান, সভাপতি, খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখা
হাফেজ ওয়ালিউল্লাহ, সাধারণ সম্পাদক
হাফেজ মাহবুবুল হক, সহ-সভাপতি
মোঃ জাহিদুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি
মোঃ শাজাহান, পৌর সহ-সভাপতি
মাওলানা মোশারফ, অর্থ সম্পাদক
মাওলানা বিল্লাল হোসেন, পৌর সহ-সচিব
মোঃ মিতু মুন্সী, পৌর সাংগঠনিক সম্পাদক
আব্দুল কাইয়ুম, পৌর অর্থ সম্পাদক
এছাড়া শ্রমিক মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিসসহ বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী গণসংযোগে অংশ নেন।
সভাপতি মাওলানা হাফিজুর রহমান বলেন—
“চুমুরদী ইউনিয়নের মানুষের আন্তরিকতা ও সমর্থন দেখে আমরা অত্যন্ত উৎসাহিত। জনগণ এবার পরিবর্তন চায়—এবং তারা সৎ নেতৃত্বের পক্ষে অবস্থান নিয়েছে।”
সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালিউল্লাহ বলেন—
“খেলাফত মজলিস কখনো সন্ত্রাস, চাঁদাবাজি বা ক্ষমতার অপব্যবহারের রাজনীতি করে না। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি।”
চুমুরদী ইউনিয়নের চার গ্রামে অনুষ্ঠিত এই গণসংযোগে যে বিপুল জনগণের উপস্থিতি ও উৎসাহ দেখা গেছে—তা প্রমাণ করে রিক্সা প্রতীককে ঘিরে মানুষের প্রত্যাশা ক্রমশ শক্তিশালী হচ্ছে। পরিবর্তন ও সৎ নেতৃত্বের আকাঙ্ক্ষা আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।