
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের সোলামুখীর চর আছহাবে ছুফফা মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে সোমবার (১০ নভেম্বর ২০২৫ ইং, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ) বাদ আছর মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয় ১০তম বার্ষিক ওয়াজ মাহফিল।
এ মহতী ধর্মীয় সমাবেশে দেশবরেণ্য আলেম-ওলামা, ইসলামপ্রেমী মানুষ ও দূর-দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে এলাকা জুড়ে এক আধ্যাত্মিক ও মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর মাদ্রাসার বিশিষ্ট পীর সাহেব মুফতী রেজাউল করীম।
বিশেষ অতিথি ও বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন দেশের খ্যাতনামা আলেম মুফতী ওয়ালিউদ্দিন রাশাদী সাহেব এবং মুফতী আমিনুল ইসলাম শরীয়তপুরী, মুখাদ্দিস, জামিয়া মুহিউস সুন্নাহ, যাত্রাবাড়ী, ঢাকা।
এছাড়া বক্তব্য রাখেন মাওলানা আবুল খায়ের সাহেব দাঃ বাঃ ও মাওলানা জামাল উদ্দীন সাহেব, সহকারী শিক্ষা পরিচালক (অত্র মাদ্রাসা)।
এছাড়াও এলাকার অন্যান্য ওলামায়ে কেরাম তাশরিফ এনে ইসলামি দিকনির্দেশনা ও নসিহত প্রদান করেন।
বক্তারা বলেন, “ইসলাম শান্তি, ন্যায়বিচার ও মানবতার ধর্ম। কুরআন-সুন্নাহর আদর্শে সমাজ গঠনই আমাদের লক্ষ্য হওয়া উচিত।” তাঁরা তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষা, আল্লাহভীতি ও ইসলামী জীবনব্যবস্থায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
ওয়াজ মাহফিল শেষে দেশ, জাতি, প্রবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাওলানা তরিকুল ইসলাম মুঈনী, প্রতিষ্ঠাতা পরিচালক, আছহাবে ছুফফা মাদ্রাসা ও এতিমখানা। প্রবাসী ও সর্বস্তরের স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতায় মাহফিলটি সফলভাবে সম্পন্ন হয়।
এই ওয়াজ মাহফিল ইসলামী ঐক্য, নৈতিকতা ও সমাজে শান্তি প্রতিষ্ঠার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উপস্থিত সবাই অভিমত ব্যক্ত করেন।