
জমি দখলের উদ্দেশ্যে জাল দলিল তৈরি ও ব্যবহার করার অপরাধে ফরিদপুরের সাবেক কমিশনার আব্দুল বাকি মাতুব্বরকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।
মামলার সূত্রে জানা যায়, সাবেক কমিশনার জাহিদ হোসেন বাদী হয়ে ২০২০ সালে ফরিদপুর সদর থানায় মামলা নং-১৬৫/২০ দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, আব্দুল বাকি মাতুব্বর কৌশলে জাল দলিল তৈরি করে সরকারি ও ব্যক্তিগত জমি দখলের চেষ্টা চালান। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ মামলার রায় ঘোষণা করেন।
রায়ে আদালত আসামী বাকি মাতুব্বরকে দোষী সাব্যস্ত করে ২ বছরের কারাদণ্ড ও জরিমানা আদেশ দেন। রায় ঘোষণার পরপরই পুলিশ তাকে আদালত প্রাঙ্গণ থেকে জেলহাজতে প্রেরণ করে।
দীর্ঘ ৫ বছর পর ন্যায়বিচার পেলেন মামলার বাদী
মামলার বাদী ও সাবেক কমিশনার জাহিদ হোসেন বলেন,> “দীর্ঘ পাঁচ বছর ধরে আমি ন্যায়বিচারের জন্য অপেক্ষা করছিলাম। আজ আদালতের রায়ে আমি ন্যায়বিচার পেয়েছি। এতে প্রমাণিত হলো, অন্যায় ও জালিয়াতি করে কেউ চিরকাল পার পাবে না।”
স্থানীয় জনগণও এই রায়কে একটি দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত হিসেবে দেখছেন। তারা বলছেন, এই রায় সাধারণ মানুষের মাঝে আইনের প্রতি আস্থা আরও বাড়াবে।
অন্যায়ের বিরুদ্ধে আইনের জয়
এ ঘটনায় সাধারণ মানুষ মন্তব্য করেছেন —> “এই রায় দেখিয়ে দিলো, কেউ অন্যায় করে, জাল দলিল বানিয়ে, অন্যের জমি দখল করে পার পাবে না। আইন সবার জন্য সমান।”
দৃষ্টান্ত স্থাপন করল আদালত
আইনজীবীরা বলছেন, এমন দৃষ্টান্তমূলক রায় ভবিষ্যতে ভূমি সংক্রান্ত জালিয়াতি ও দলিল প্রতারণা বন্ধে কার্যকর ভূমিকা রাখবে।
ফরিদপুরের আদালতের এই রায়টি এখন স্থানীয় পর্যায়ে ন্যায়বিচারের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আলোচিত হচ্ছে।