ভালোবাসা ও শান্তির রাজনীতিতেই জনগণের আস্থা— পীরজাদা মোস্তফা আমীর ফয়সল
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের সারিস্তাবাদ নতুন বাজার সংলগ্ন হাজী আফতাবউদ্দিন মিনা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে জাকের পার্টির এক বিশাল সাংগঠনিক জনসভা ও বর্ণাঢ্য র্যালি।
মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় শুরু হওয়া এ জনসভা ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
মাঠজুড়ে ছিল উপচে পড়া জনতার ঢল। চারদিক মুখরিত হয়ে ওঠে—
“জাকের পার্টি জিন্দাবাদ”
“বিশ্বওলী শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (রহ.) জিন্দাবাদ”
ধ্বনিতে।
ভিডিও কনফারেন্সে বক্তব্য পীরজাদা আমীর ফয়সলের
সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান ও বিশ্বওলী শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (রহ.)-এর সুযোগ্য উত্তরসূরি পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী।
তিনি বলেন—> “জাকের পার্টি কোনো স্বার্থের রাজনীতি করে না; এটি ভালোবাসা, শান্তি ও মানবতার রাজনীতি। আমাদের লক্ষ্য মানুষের অন্তরে নৈতিকতা, দেশপ্রেম ও ভ্রাতৃত্বের চেতনা জাগানো। ইনশাআল্লাহ, আগামী জাতীয় নির্বাচনে জাকের পার্টি জনগণের ভালোবাসা ও দোয়াকে পুঁজি করে অংশগ্রহণ করবে। আমরা সত্য, ন্যায় ও মানবকল্যাণের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।”
তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে মাঠজুড়ে করতালির ঝড় ওঠে।
নেতাকর্মীরা বলেন— “আমীর ফয়সল সাহেবের নেতৃত্বেই দেশে সত্যিকারের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব।”
সভায় সভাপতিত্ব করেন মোঃ সরোয়ার হাওলাদার, সভাপতি, জাকের পার্টি পাইকপাড়া ইউনিয়ন।
বিশেষ অতিথি ছিলেন—
মোঃ শামসুল আলম সিরাজ মুন্সী, সভাপতি (সাংগঠনিক বিভাগ, ফরিদপুর)
মোঃ আসাদুজ্জামান খান, সভাপতি, জাকের পার্টি মাদারীপুর জেলা
মোঃ টিটু খান, সভাপতি, যুব ফ্রন্ট ফরিদপুর বিভাগ
মোঃ বায়জিদ মুন্সী, সাধারণ সম্পাদক, ভাঙ্গা উপজেলা জাকের পার্টি
সুজন জমাদ্দার, সভাপতি, ছাত্র ফ্রন্ট ফরিদপুর বিভাগ
মোঃ ফায়েক মাতুব্বর, সভাপতি, ছাত্র ফ্রন্ট মাদারীপুর জেলা (সভা পরিচালনায়)
সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও অসংখ্য তৃণমূল কর্মী।
বক্তারা বলেন—> “জাকের পার্টি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি আদর্শিক ও মানবিক আন্দোলন। এখানে ভালোবাসা, ন্যায় ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। পীরজাদা আমীর ফয়সল সাহেবের নেতৃত্বে দেশজুড়ে জাকের পার্টি নতুন জাগরণের সূচনা করেছে।”
তারা আরও বলেন, “দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে গোলাপ ফুল মার্কায় ভোট দিতে হবে, যাতে ভালোবাসা ও সত্যের রাজনীতি প্রতিষ্ঠিত হয়।”
সভা শেষে সকল নেতাকর্মী ও অতিথিদের জন্য খিচুড়ি ভোজের আয়োজন করা হয়।
ভোজনপর্বে ছিল ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্যের উজ্জ্বল উদাহরণ—
যা জাকের পার্টির মূলমন্ত্র ‘ভালোবাসা, শান্তি ও মানবতা’-এর বাস্তব প্রতিফলন হয়ে ওঠে।
বর্ণাঢ্য র্যালি: গোলাপ ফুলে ভরে ওঠে পাইকপাড়া
পরিশেষে এক বর্ণাঢ্য র্যালি বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শারিস্তামত রোড হয়ে নড়লকান্দা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় স্কুল মাঠে এসে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক নারী-পুরুষ, তরুণ-যুবক, প্রবীণসহ সকল শ্রেণির মানুষ।
র্যালির পথে পথে ধ্বনিত হতে থাকে প্রেরণাদায়ক স্লোগান—>
🌹 “গোলাপ ফুল মার্কায় ভোট দিন, শান্তির রাজনীতি প্রতিষ্ঠা করুন!”
🌹 “আমির ফয়সল আমাদের নেতা, ভালোবাসাই আমাদের শক্তি!”
🌹 “জাকের পার্টি জিন্দাবাদ— গোলাপ ফুল জিন্দাবাদ!”
নারী-পুরুষ, তরুণ-তরুণী সবাই হাতে গোলাপ ফুল ও ব্যানার নিয়ে র্যালিতে অংশ নেন।
ফুলে ফুলে, স্লোগানে স্লোগানে পাইকপাড়া ইউনিয়ন জাকের পার্টির ভালোবাসা, শান্তি ও মানবতার বার্তায় মুখরিত হয়ে ওঠে।
আয়োজনে: জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠন, পাইকপাড়া ইউনিয়ন, রাজৈর, মাদারীপুর।