“জাকের পার্টি জিন্দাবাদ — শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (রহঃ) জিন্দাবাদ”
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫:
দেশব্যাপী জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নে এক ঐতিহাসিক সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৩টায় কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সভাটি ছিল উৎসবমুখর, প্রাণবন্ত ও জনসমাগমে পরিপূর্ণ
সভায় সভাপতিত্ব করেন মোঃ মজিবর রহমান মুন্সী, সভাপতি, জাকের পার্টি কালামৃধা ইউনিয়ন।
সঞ্চালনা করেন মোঃ বাইজিদ মুন্সি, সাধারণ সম্পাদক, জাকের পার্টি ভাঙ্গা উপজেলা।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুল আলম সিরাজ মুন্সি সাংগঠনিক বিভাগ, ফরিদপুর সম্মানিত সভাপতি, জাকের পার্টি।
বিশেষ অতিথিবৃন্দ
আব্দুর রাজ্জাক বেপারী, সভাপতি, জাকের পার্টি ফরিদপুর (সাংগঠনিক জেলা-১)
আলমগীর কবীর, সভাপতি, জাকের পার্টি ভাঙ্গা উপজেলা
মোঃ বাইজিদ মুন্সি, সাধারণ সম্পাদক, জাকের পার্টি ভাঙ্গা উপজেলা।
মোঃ জাহিদুর রহমান নান্না, সাধারণ সম্পাদক, সদরপুর উপজেলা জাকের পার্টি
মোঃ মাসুম বিল্লাহ মাসুদ, সাংগঠনিক সম্পাদক, চরভদ্রাসন উপজেলা জাকের পার্টি
কোহিনুর বেগম কাজলী, সভাপতি, মহিলা ফ্রন্ট, ভাঙ্গা উপজেলা
মোঃ টিটু খান,সভাপতি যুব ফ্রন্ট, ফরিদপুর বিভাগ
সোহানুর রহমান সুজন, সভাপতি, ফরিদপুর বিভাগীয় ছাত্র ফ্রন্ট
বক্তারা বলেন, “জাকের পার্টি কোনো ক্ষমতালিপ্সু দল নয়, এটি একটি আদর্শ ও মানবকল্যাণনিষ্ঠ সংগঠন।”
তারা আরও বলেন, “শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (রহঃ)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে জাকের পার্টি দেশব্যাপী শান্তি, মানবতা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিচ্ছে।”
বক্তাদের অভিমত, রাজনীতি নয় — মানবসেবা, নৈতিকতা ও আত্মিক পরিশুদ্ধিই জাকের পার্টির মূল চালিকা শক্তি। সমাজে ন্যায়, শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলাই এই সংগঠনের লক্ষ্য।
র্যালি ও সমাপনী
সভা শেষে কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি কালামৃধা বাজারের অলিগলি ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই মাঠে এসে শেষ হয়।
শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল।
অনুষ্ঠান শেষে অতিথি, নেতাকর্মী ও উপস্থিত জনসাধারণের জন্য বিরিয়ানি ভোজের আয়োজন করা হয়।
জনসভা ও র্যালিতে অসংখ্য নারী-পুরুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
পুরো মাঠ জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং স্লোগানে মুখরিত হয়—
“জাকের পার্টি জিন্দাবাদ — শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (রহঃ) জিন্দাবাদ।”
আয়োজনে
জাকের পার্টি কালামৃধা ইউনিয়ন
সহযোগিতায়: মহিলা ফ্রন্ট, যুব ফ্রন্ট, ছাত্র ফ্রন্টসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠন।