আগামীকাল শনিবার (৪ অক্টোবর) থেকে সারাদেশে ইলিশ মাছ ধরা, বিক্রি ও পরিবহনে নিষেধাজ্ঞা কার্যকর হবে। এ কারণে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আতাদী ফ্লাইওভারের নিচে শুক্রবার (৩ অক্টোবর) দিনভর এবং রাতভর ইলিশের জমজমাট বেচাকেনা চলেছে।
আরতের আলোয় রকমারি আকারের ইলিশ মাছ সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। ক্রেতারা দল বেঁধে মাছ কিনতে আসছেন। পুরুষদের পাশাপাশি মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। কেউ পরিবারিক খাওয়ার জন্য আবার কেউ উপহার বা মজুত রাখার জন্য একাধিক ইলিশ কিনছেন।
ব্যবসায়ীরা জানান, নিষেধাজ্ঞার আগে শেষ দিনের বাজারে ইলিশের চাহিদা ব্যাপক বেড়ে গেছে। দাম কিছুটা বেশি হলেও ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়।
উল্লেখ্য, সরকার ঘোষিত নিয়ম অনুযায়ী মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে নির্দিষ্ট সময়ের জন্য দেশের নদ-নদীতে ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।