
ফরিদপুরের সালথা উপজেলায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় আমিরন বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে ফুলবাড়িয়া বাজার থেকে পুরাপাড়া সড়কের মদন কামারের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিরন বেগম উপজেলার সোনাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রায়েরচর গ্রামের মৃত আঃ হালিম সরদারের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো তিনি ওই সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সকালে নাতিনের মাদ্রাসায় খাবার পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
সাক্ষীদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, ফুটপাথে হাঁটার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল আমিরন বেগমকে সজোরে ধাক্কা মারে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর মোটরসাইকেলচালক বিপ্লব (২২), বড় বাংরাইল গ্রামের অনিল সূত্রধরের ছেলে, পালিয়ে যায়। স্থানীয়দের ভাষ্যমতে, বিপ্লব পেশায় একজন মিস্ত্রি। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।
প্রতিবেশীরা জানান, আমিরন বেগম শান্ত-স্বভাবের ও পরিশ্রমী একজন নারী ছিলেন। তার মৃত্যুতে পরিবার-পরিজন ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন। নিহতের স্বজনরা দ্রুত দোষীর গ্রেফতারের দাবি জানিয়েছেন।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”