“আমি তোমাদেরই একজন। পাশে আছি, সাথে থেকো সবসময়।” – এই উষ্ণ বার্তাকে ধারণ করে এসএসসি ৯২ ব্যাচের শিক্ষার্থীরা আবারও প্রমাণ করলেন, তারা আজও একই পরিবারে আবদ্ধ।
সময় পেরিয়ে গেলেও এই ব্যাচের বন্ধন কখনো শিথিল হয়নি। বরাবরের মতোই তারা একে অপরের পাশে থেকেছেন, আর ঐক্যের শক্তিতেই বলিয়ান হয়ে এগিয়ে যাচ্ছেন সম্মিলিতভাবে।
তাদের অঙ্গীকার –
কেউ কাউকে ছেড়ে যাবো না।”
এই প্রতিজ্ঞাই আজ এসএসসি ৯২ ব্যাচকে আরও অনন্য করে তুলেছে। ব্যাচের সদস্যরা বিশ্বাস করেন, এই ঐক্যের জোরেই তারা শুধু নিজেদের নয়, সমাজকেও ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারবেন।
একজন সদস্য বলেন –
“আমরা শুধু সহপাঠী নই, আমরা একটি পরিবার। একসাথে থাকার এই শক্তিই আমাদের মূল প্রেরণা।”
শিক্ষা জীবনের পুরনো স্মৃতি থেকে শুরু করে আজকের সামাজিক ও মানবিক কার্যক্রম—সবকিছুতেই তারা আছেন হাতে হাত রেখে। এভাবেই এসএসসি ৯২ ব্যাচ হয়ে উঠেছে অনন্য এক দৃষ্টান্ত।