ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে (ফুকুরহাটি ক্বারী সাহেবের বাড়ি) শনিবার, ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি ও ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা।
বক্তব্যে তিনি বলেন,
“খেলাফত প্রতিষ্ঠা কোনো দলীয় স্বার্থ নয়; এটি সমগ্র মুসলিম উম্মাহর মুক্তির পথ। ইসলামী সমাজব্যবস্থা ছাড়া মানুষের প্রকৃত শান্তি সম্ভব নয়। খেলাফত প্রতিষ্ঠা মানেই ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে।”
তিনি আরও বলেন,
“বর্তমান সমাজে অবিচার, অন্যায় ও দুর্নীতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ থেকে মুক্তি পেতে হলে কুরআন-সুন্নাহভিত্তিক খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। এজন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন গড়ে তুলতে হবে।”
আলোচনায় বক্তারা মাওলানা মিজানুর রহমান মোল্লাকে ফরিদপুর-৪ আসনের যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করে তার প্রতি সমর্থন জানান। বৈঠকে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আয়োজক: বাংলাদেশ খেলাফত মজলিস, নুরুল্লাগঞ্জ ইউনিয়ন শাখা।