
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা জামায়াত ইসলামী আমির এবং ফরিদপুর-৪ আসনের এমপি প্রার্থী জনাব মাওলানা ছরোয়ার হোসেন আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মাই টিভির ভাঙ্গা উপজেলা প্রতিনিধি আহত সাংবাদিক মোঃ সরোয়ার হোসেনকে দেখতে তার নিজ বাড়িতে ছুটে যান।
এ সময় তিনি আহত সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, সম্প্রতি ভাঙ্গায় আন্দোলন সংক্রান্ত সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক মোঃ সরোয়ার হোসেন, সাংবাদিক বাহার, সাংবাদিক সানোয়ার হোসেন, সাংবাদিক জামাল উদ্দিনসহ একাধিক সাংবাদিক হামলার শিকার হয়ে আহত হন।