“১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে আমরা ভাঙ্গা উপজেলা বাসী এক আত্মার বন্ধনে এক পরিবার”—এই শ্লোগানে একাত্ম হয়ে ভাঙ্গার সাধারণ মানুষ সড়কে নেমেছেন।
শুক্রবার সকালে ভাঙ্গা স্ট্যান্ড এলাকায় প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। তারা টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে ভাঙ্গা-ঢাকা মহাসড়কসহ আঞ্চলিক সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, ভাঙ্গা উপজেলার স্বার্থ রক্ষায় তারা ঐক্যবদ্ধ হয়ে নেমেছেন। সড়ক অবরোধে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।