“১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে আমরা ভাঙ্গা উপজেলা বাসী এক আত্মার বন্ধনে এক পরিবার”—এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার সকালে ফরিদপুরের ভাঙ্গায় সাধারণ মানুষ সড়কে নেমে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন।
ভাঙ্গা স্ট্যান্ড এলাকায় প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা। এতে ভাঙ্গা-ঢাকা মহাসড়কসহ আঞ্চলিক সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। হঠাৎ এ অবরোধে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
বিক্ষোভ সমাবেশে আলামিন বলেন, “আপনি জামাত, বিএনপি, আওয়ামী লীগ, গণ অধিকার, চরমোনাই বা এনসিপি—যেই রাজনীতি-ই করুন না কেন, তাতে সমস্যা নেই। কিন্তু দিনশেষে মনে রাখতে হবে, আপনি আলগীর সন্তান। আলগীর কারণে আপনি বড় নেতা হতে পেরেছেন। যদি আলগী না থাকে, তবে আপনি রাজ্যছাড়া নেতা হয়ে পড়বেন। তাই আমি আহ্বান জানাই—সব বিভাজন ভুলে মা-মাটির ইজ্জত রক্ষায় সবাইকে যার যার স্থান থেকে এগিয়ে আসতে হবে। আলগীকে রক্ষা করতে হবে। আমার বাদবাকি ১০টি ইউনিয়ন এবং পৌরসভার ভাইয়েরা—আপনারাও আমাদের পাশে দাঁড়ান।”
স্থানীয়রা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
--