ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সঙ্গে যুক্ত করার গেজেটের প্রতিবাদে ভাঙ্গায় ব্যাপক বিক্ষোভ, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ অনুষ্ঠিত হয়েছে।
৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার ছয়টি স্থানে একযোগে এ কর্মসূচি পালন করা হয়। হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ, হামিরদী, পুকুরিয়া এবং আলগী ইউনিয়নের সুয়াদী, ঝাটুরদিয়া ও ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ ও মানববন্ধনে অংশ নেন এলাকাবাসী।
এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিক্ষোভকারীরা ‘নগরকান্দা না ভাঙ্গা, ভাঙ্গা চাই ভাঙ্গা’—এমন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
তাদের দাবি, ভাঙ্গা উপজেলা রেখে নগরকান্দা-সালথার সঙ্গে সম্পৃক্ত করা একটি অযৌক্তিক ও অগ্রহণযোগ্য সিদ্ধান্ত। এজন্য তারা গেজেট বাতিলের জোর দাবি জানান।
পরে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের আশ্বাসে ভাঙ্গা বিশ্বরোড মোড় দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ তুলে নেওয়া হয়। তবে অন্যান্য এলাকায় বিক্ষোভ অব্যাহত থাকে।