ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন জনাব সাদরুল আলম সিয়াম। দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই তিনি সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ভাঙ্গাবাসীর প্রত্যাশা— তার কর্মদক্ষতা, আন্তরিকতা ও সততার মাধ্যমে তিনি এলাকাবাসীর আস্থা অর্জন করবেন এবং ভুমি সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
ভাঙ্গার সর্বস্তরের মানুষ এবং সাংবাদিক সমাজ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন এসিল্যান্ড ভুমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবেন এবং সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়া সহজে সেবা পায় সেদিকে বিশেষ গুরুত্ব দেবেন।
অন্যদিকে, বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) জনাব মেশকাতুল জান্নাত রাবেয়া ভাঙ্গাবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। দায়িত্ব পালনকালে তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে ভুমি সংক্রান্ত বিভিন্ন জটিল সমস্যার সমাধান করেছেন। তার সেবামূলক কর্মকাণ্ড ভাঙ্গার মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সাংবাদিক মহলসহ ভাঙ্গাবাসী বিদায়ী এ কর্মকর্তার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
নবাগত কর্মকর্তা সাদরুল আলম সিয়ামের যোগদানে ভাঙ্গাবাসীর মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা আশা করেন, পূর্বসূরির মতই তিনি ভাঙ্গার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।