বাংলাদেশ খেলাফত মজলিশ ভাঙ্গা পৌর শাখার নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ভাঙ্গা উপজেলা খেলাফত মজলিশ কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর শাখার সভাপতি হাফেজ ক্বারী নুর মোঃ বাচ্চু মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক মুফতি আবু নাছির আইয়ুবী।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা নুরুল ইসলাম (দাড়িয়ার মাঠ মাদ্রাসা), উপজেলা সভাপতি মাওলানা হাফিজুর রহমান, উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ। এছাড়া পৌর শাখার সাধারণ সম্পাদক হাফেজ মোঃ মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ মিতুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, খেলাফত মজলিশ একটি আদর্শভিত্তিক ইসলামী রাজনৈতিক সংগঠন। দেশের সংকটময় সময়ে ইসলামি শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইসলামি মূল্যবোধে বিশ্বাসী তরুণ প্রজন্মকে এই সংগঠনের মাধ্যমে সমাজ পরিবর্তনের অগ্রভাগে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, ভাঙ্গা পৌর কমিটির নতুন নেতৃত্ব এলাকার সাধারণ মানুষের পাশে থেকে ইসলামী দাওয়াত প্রচার, সুশাসন প্রতিষ্ঠা, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ এবং শিক্ষা-সংস্কৃতির উন্নয়নে ভূমিকা রাখবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ খেলাফত মজলিশের আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনের প্রতি আনুগত্য প্রকাশ করে শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
বক্তারা বিশ্বাস প্রকাশ করেন যে— নতুন কমিটির নেতৃত্বে ভাঙ্গা পৌর শাখা খেলাফত মজলিশ আরও শক্তিশালী হবে এবং ইসলামী রাজনীতিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হবে।