ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সোনাময়ী গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী সোনাময়ী উচ্চ বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার গভীর রাতে সংঘবদ্ধ দুর্বৃত্তরা বিদ্যালয়ের প্রধান গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে।
এ সময় দুর্বৃত্তরা একে একে প্রতিটি শ্রেণিকক্ষ ও লাইব্রেরির তালা ভেঙে আলমারি তছনছ করে। তারা লাইব্রেরির আলমারিতে রাখা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের নগদ ১০ হাজার টাকা নিয়ে যায় এবং বিদ্যালয়ের মূল্যবান কাগজপত্র নষ্ট করে দেয়। এতে প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারাধন মন্ডল ও নজরুল ইসলাম বলেন,
বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কোনো নৈশ প্রহরী না থাকায় দুর্বৃত্তরা নির্বিঘ্নে চুরি করতে সক্ষম হয়েছে। তারা গেটসহ পাঁচটি তালা ভেঙে টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র লুট করে গেছে।”
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত কুমার ঘোষ জানান,
আমরা ইতোমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করেছি। চুরির ঘটনায় বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি হয়েছে।”
খবর পেয়ে ভাঙ্গা উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন,
এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলা হবে।”
এদিকে বিদ্যালয়ে ধারাবাহিক চুরি ও নিরাপত্তাহীনতায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা বিদ্যালয়ে দ্রুত নৈশ প্রহরী নিয়োগ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।