বাংলাদেশ খেলাফত মজলিসের সালথা উপজেলা শাখার মাসিক প্রথম বৈঠক আজ অত্যন্ত সফল ও আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শাখার সভাপতি মুফতি মফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি কামরুজ্জামানের সঞ্চালনায় এ বৈঠকে নবনির্বাচিত উপজেলা নির্বাহী পরিষদের শপথ বাক্য পাঠ করানো হয়।
শপথ পাঠ করান বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন। তিনি তার বক্তব্যে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবী, জেলা প্রচার সম্পাদক মাওলানা সরোয়ার হোসেনসহ সালথা উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
বৈঠকে এলাকার সামাজিক, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধকে সমুন্নত রাখার জন্য সংগঠনের ভূমিকা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সংগঠনের কার্যক্রমকে গণমানুষের কাছে পৌঁছে দিতে প্রচার-প্রচারণা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সর্বশেষে মোনাজাতের মাধ্যমে বৈঠক শেষ হয়, যেখানে দেশের কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য ও সংগঠনের সাফল্য কামনা করে দোয়া করা হয়।