শিক্ষক- কর্মচারী ঐক্যজোট বোয়ালখালী শাখার মতবিনিময় ও বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে।
বোয়ালখালী ও রাঙ্গুনিয়া উপজেলা শিক্ষা অফিসার সালমা ইসলাম বলেছেন -শিক্ষকদের হৃত গৌরব পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসতে হবে, এতেই শিক্ষকরা শিক্ষাদানে আরো আন্তরিক হয়ে জাতি গঠনে সচেষ্ট হবে,এর মধ্যে দিয়ে আমাদের আগামী প্রজন্ম বিশ্বায়নের চ্যালেন্জ মোকাবেলার সক্ষম হব।দেশ দ্রুত এগিয়ে যাবে।আজ মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে শিক্ষক- কর্মচারী ঐক্যজোট বোয়ালখালী শাখা আয়োজিত শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও বৃক্ষরোপণ কর্মসূচি’২০২৫ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত বক্তব্য রাখেন তিনি। সংগঠনের সহ সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে ও সদস্য সচিব মনজুর আলমের সঞ্চালনায় গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ ওসমান গনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক এম এ মান্নান, অধ্যাপক কায়সারুল হক, প্রধান শিক্ষক এস এম খসরু পারভেজ, বক্তব্য রাখেন অধ্যাপিকা সাবেরা শারমিন, আরেফা খানম,প্রভাষক মিজানুর রহমান, বাবর উদ্দিন, মনসুর আলী,ইয়াছিন চৌধুরী, মোঃ সাইফুদ্দীন, তৌহিদুল আলন,প্রিয় রন্জন চৌধুরী, প্রজীব বড়ুয়া, সাবেক কাউন্সিলর জোবাইদা বেগম, জিয়াউর রহমানও মিজানুর রহমান অভি প্রমূখ। পরে স্কুল আঙিনায় বেশ কিছু ফলজনও বনজ চারা রোপণ করেন অতিথিবৃন্দ।