ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চারাভিটা গ্রামে সাপের কামড়ে আরফান মুন্সী(১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ জুলাই) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৌলভী বাড়ির হাতেম মুন্সীর পুত্র এবং কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহউদ্দিন জানান, রাতে খাবার খেয়ে আরফান নিজের রুমে মশারি টানিয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে মশারীর ভেতর থেকে তাকে সাপে কাটলে ঘুম ভেঙ্গে যায় তার। এসময় শারীরিক অসুস্থতা বোধ করে এবং ঘরের সবাইকে ডেকে ওঠায়। আস্তে আস্তে আরফান তীব্র যন্ত্রণায় নিস্তেজ হয়ে পড়ে।পরিবারের লোকজন রাত দুইটার দিকে আরফানকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।