ফরিদপুর ভাংগা
প্রতিনিধি,ছানোয়ার হোসেন:
ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক ভাঙ্গা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্য গণের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়। এবং পরীক্ষার ফলাফল প্রকাশ শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বুধবার (৪ জুন) বিকেলে ভাঙ্গা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ভাঙ্গা উপজেলা
হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং ভাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল মো. আসিফ ইকবাল, সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া, ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাচেন উদ্দিন মাতুব্বর।বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।