ভাঙ্গা উপজেলার মডেল মসজিদ অডিটোরিয়ামে ২৮ মে রোজ বুধবার সকাল নয় ঘটিকায় ভাঙ্গা উপজেলা কওমী মহিলা মাদ্রাসা ঐক্য পরিষদ এর উদ্যোগে মতবিনিময় সভার অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলহাজ্ব হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা কওমী মাদ্রাসা ঐক্য পরিষদ ও প্রতিষ্ঠাতা পরিচালক শাইখুল হাদিস ও হযরত আয়েশা সিদ্দিকা রাঃ) দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসা।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ হিসাবে যে সমস্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তারা হলেন বাংলাদেশ বেফাকুল মাদারিসিল কওমীয়া গহরডাঙ্গার মহাসচিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহেব, শাইখুল হাদিস গহরডাঙ্গা মাদ্রাসা গোপালগঞ্জের হযরত মাওলানা আব্দুস সালাম, বাংলাদেশ বেফাকুল মাদারিসিল কওমীয়া গহরডাঙ্গার সিনিয়র যুগ্ম - মহাসচিব হাফেজ মাওলানা মুফতি নুরুল ইসলাম, ফরিদপুর চার নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মওলানা মিজানুর রহমান মোল্লা প্রমুখ । অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন দাড়িয়ার মাঠ মাদ্রাসার মুহতামিম ও খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি ফরহাদ হোসাইন, ভাঙ্গা মহিলা মাদ্রাসা ঐক্য পরিষদ ও মুহতামিম ও উম্মে হাবিবা (রাঃ) মহিলা মাদ্রাসার সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতি আব্দুল হাকিম।