ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি,” ভূমি উন্নয়ন কর দিন নিয়ম মেনে,”ভূমির মালিকানা রাখুন নিরাপদে” ভূমির মালিকানা প্রমানে,দাখিলা নিন নিজ উদ্যোগে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার ৩ দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান স্থানীয় উপজেলার ভূমি অফিস সম্মেলন কক্ষে ঙ্গলবার (২৭ মে) বিকেল চারটার দিকে অনুষ্ঠিত হয় । উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া’র সভাপতিত্বে
মোঃ মহব্বত হোসেন এর সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, ভাঙ্গা থানার ওসি তদন্ত ইন্দ্রজিৎ দত্ত, ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা সাব রেজিস্টার পারভেজ খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহবুব হোসেন, আলগী ইউনিয়নের ভূমি অফিসার ফারদিন এহসান, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভূমি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শুধী সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।
তিন দিনব্যাপী ভূমি মেলার সমাপনী অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও বিভিন্ন ইউনিয়নে ভূমি অফিসে প্রিন্টার ওই স্ক্যানার উপহার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।