1. live@www.dainikbhangarzamin.online : দৈনিক ভাঙ্গার জমিন : দৈনিক ভাঙ্গার জমিন
  2. info@www.dainikbhangarzamin.online : দৈনিক ভাঙ্গার জমিন :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় আওয়ামী লীগের ৫ নেতার পদত্যাগ: ৫ শতাধিক কর্মীসহ খেলাফত মজলিসে যোগদান প্রার্থিতা ফিরে পেয়ে আশাবাদী মিজানুর রহমান মোল্লা, ‘রিকশা’ প্রতীকে জয়ের প্রত্যাশা ভাঙ্গায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৩ লাখ টাকা ভাঙ্গায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৭ ফরিদপুর-৪ আসনে বিএনপিতে যোগ দিতেই হামলা-লুটপাটের অভিযোগ ভাঙ্গার কালামৃধা ইউনিয়নে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ভাঙ্গার কালামৃধা ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল ফরিদপুর-৪ আসনে কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী আতাউর রহমান কালুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা ফরিদপুর-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মাওলানা মিজানুর রহমান: দোয়া ও দলীয় কার্যালয়ে বিশেষ আলোচনা ​ তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকাগামী পথে ভাঙ্গায় কৃষকদল নেতার মৃত্যু

বাংলাদেশ খেলাফত মজলিশে হিন্দু সম্প্রদায়ের যোগদান

ফরিদপুর,ভাঙ্গা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৪২২ বার পড়া হয়েছে

খেলাফত মজলিশ ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি ও ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার হাত ধরে বাবু ঠাকুর ও রবি ঠাকুর নামে হিন্দু সম্প্রদায়ের দুই ব্যাক্তি বাংলাদেশ খেলাফত মজলিশে যোগদান করেছেন। এ সময় আরও বিশ জন এ দলটিতে যোগদান করেন।

২২ মে বৃহস্পতিবার সন্ধ্যায় সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের ঘ্যানার বাজারে ভাষণচর ইউনিয়ন খেলাফত মজলিশের আয়োজনে অনুষ্ঠিত এ যোগদান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান মোল্লা।

ভাষাণচর ইউনিয়ন খেলাফত মজলিশের সভাপতি মুফতি মাহমুদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশ ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হুসাইন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী, বিশেষ আলোচক ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুফতি আরিফ বিল্লাহ। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সদ্য যোগদানকৃত বাবু ঠাকুর তার বক্তব্যে বলেন, যারা কোরআন পড়ে, নামাজ পড়ে তারা কখনো অন্যায় করতে পারে না, দুর্নীতি করতে পারে না। মামুনুল হক সাহেবকে আমি অনেক পছন্দ করি। হুজুরদের এসব ভালো কাজ দেখে আমি এ দলে যোগদান করেছি। তিনি আরও বলেন, মিজান ভাই আমাদের এলাকার ভাই। সুখে দুখে, বিপদে আপদে আমরা সব সময় তাকে আমাদের পাশে পাবো।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৭ বছর আগে আলেমদের মধ্য থেকে বেশ কয়েকজন এমপি ছিলেন। তাদের বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ নেই। তারা রাজনীতি করে জেল হাজতে যায়নি। আলেমরা যদি ক্ষমতায় যায় দেশে কোন দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক থাকবে না। আমি যদি এই আসন থেকে নির্বাচিত হতে পারি তাহলে এই এলাকার সকল অপরাধ শিকড় থেকে উপড়ে ফেলবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, ঈমানি দায়িত্ব যাদের মধ্যে আছে তারা কখনো চুরি করতে পারে না, আমানতের খেয়ানত করতে পারেনা, সন্ত্রাসী, চাঁদাবাজি করতে পারেনা, মানুষকে কোন ভাবে হয়রানি করতে পারেনা। ইসলামের পক্ষে থাকলে আল্লাহকে খুশি করা যায়, রাসুলকে খুশি করা যায়। সুতরাং আমরা ইসলামের পক্ষেই থাকবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট