ভাঙ্গা উপজেলায় কাউলি পাড়া ইউনিয়নের ৭তলা ভবনের ছাদে বোরখা পরা দুই মেয়ে এক ছেলে কুকর্ম প্রকাশ্যে এসেছে । শনিবার (১০মে) রাত সাড়ে ৯টার দিকে কাউলিপাড়া এলাকায় অবস্থিত সাত তালা ভবনের ছাদ থেকে ছেলেকে এলাকার লোকজন আটক করেন।
আটককৃত ব্যক্তি হলেন।
ভাঙ্গা উপজেলার কাউলিপাড়া ইউনিয়নের কাউলিপাড়া দারুস সুন্নাহ মাদ্রাসা গফুর মৃধা শফিকুল ইসলাম আল মাদানী ওরফে তার নাতিন অলিদ হোসেন। রাতে কয়েকজন আবাসিক ঘুরতে গেলে ভবনের ছাদে চোখ পড়তে দেখা যায়। বোরখা পরা দুই মেয়ে এক ছেলে। পাশাপাশি আবাসন হওয়ায় তাদের অশীল কর্মকাণ্ড দেখে। তখনই এলাকার লোকজন হাতেনাতে ধরে এবং তাহারা বলেন এই অপরাধের শাস্তি স্বরূপ । ভাঙ্গা সাইবার টিম নামে একটা ফেসবুক আইডি থেকে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়। বিস্তারিত দেখুন যে টেলিভিশনে