ভাঙ্গায় ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টার দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মধ্য পাতরাইল গ্রামে বসত ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। নিহত ইব্রাহিম ফকির (৩৫) ওই গ্রামের ছালাম ফকিরের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত শারীরিক ও মানসিক রোগে ভুগছিলেন বলে জানা যায়।
আজিমনগর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য মো. আলমগীর সরদার জানান, ঘটনাস্থলে গিয়ে জানতে পারি মঙ্গলবার সকালে নাস্তা খাওয়ার পর ইব্রাহিম তার ঘরে যায়। বাড়িতে ওই সময় কেউ ছিল না। সকাল সাড়ে ১০টার দিকে তার মা আলেয়া বেগম ছেলে ইব্রাহিমের ঘর ভিতর থেকে বন্ধ দেখতে পায়। ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি প্রতিবেশিদের ডাকেন।
পরে প্রতিবেশিদের সহযোগিতায় তিনি ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে তার ছেলেকে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এলাকাবাসী ঝুলন্ত অবস্থা থেকে নামালে তাকে মৃত অবস্থায় পায়। পরে ভাঙ্গা থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে। ইব্রাহিম বেশ কয়েক বছর আগে কোরিয়া গিয়েছিলো।
কোরিয়া গিয়ে দাঁতে ব্যথা থেকে মাথায় সমস্যা হয় তার। এরপর প্রায় চার বছর আগে অসুস্থ অবস্থায় দেশে চলে আসেন। দেশে এসে শারীরিক ও মানসিকভাবে পুরো অসুস্থ ছিল।