স্টাফ রিপোর্টার:
মাদারীপুরের রাজর উপজেলা পাইকপাড়া
এলাকায় ভেকু দিয়ে ফসলের জমির মাটি কেটে মাটিবাহী ড্রাম ট্রাক দিয়ে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া বাজার থেকে কলের ভিটা মসজিদে যাইতে আধা কিলোমিটারের এই ছোট ৮ফুটের চলাচল করায় রাস্তার বেহাল দশা হয়েছে। এতে চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাইকপাড়া ইউনিয়নের মাটি ব্যবসায়ী শাহাদাত পাইকপাড়া এলাকায় ফসলের আবাদের জমির মাটি ভেকু দিয়ে কেটে ড্রাম ট্রাক দিয়ে রাস্তায় চলাচল করায় রাস্তার ব্যাপক ক্ষতিসাধন হচ্ছে। রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে এমনটা করছে বলে জানা যায়। রাস্তার উপর মাটি পড়ে পিচ্ছিল ও রাস্তায় গর্ত হয়ে গেছে। এতে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। ড্রাম ট্রাক চলাচলা করায় কোথাও কোথাও ১ থেকে দেড় ফুট নিচু হয়েছে ফলে চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।
কোটি টাকার রাস্তার বেহাল দশা দেখা দিয়েছে। শারিস্তা বাদ খেলার মাঠের পাশ দিয়ে যাওয়া ইট সলিং রাস্তা হতে দেওড়া বাজারে মেইন রাস্তা পর্যন্ত পাকা রাস্তা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে শত শত মাটির ট্রাক চলাচলে সরকারের কোটি টাকা ব্যয়কৃত রাস্তা নষ্ট হচ্ছে। ফলে এলাকাবাসী চরম ভোগান্তির স্বীকার হচ্ছে।পথচারী সফিকুল ইসলাম জানান, মাটিবাহী ড্রাম ট্রাক দিয়ে চলাচল করায় রাস্তা একেবারে নষ্ট হয়ে গেছে। রাস্তা দিয়ে চলাচল মুশকিল হয়ে পড়েছে।মাটি ব্যবসায়ী শাহাদাত হোসেন জানান, ট্রাক দিয়ে মাটি নিয়েছি আর নেব না।