1. live@www.dainikbhangarzamin.online : দৈনিক ভাঙ্গার জমিন : দৈনিক ভাঙ্গার জমিন
  2. info@www.dainikbhangarzamin.online : দৈনিক ভাঙ্গার জমিন :
শনিবার, ২৪ মে ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ খেলাফত মজলিশে হিন্দু সম্প্রদায়ের যোগদান বৃষ্টি হলেই তলিয়ে যায় জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় এর রাস্তা, রিয়াদে সৌদি-বাংলাদেশ বিজনেস ও ইনভেস্টর ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাঙ্গায় দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা শুরু ভাঙ্গায় আওয়ামী লীগ চেয়ারম্যান মেম্বরসহ গ্রেপ্তার ১১ ভাঙ্গায় দুই কিশোর হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ ভাঙ্গা উপজেলায় কাউলি পাড়া ৭তলা ভবনের ছাদে বোরখা পরা দুই মেয়ে, এরা কারা কোথা থেকে এলো। ভাঙ্গায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কিশোরকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হ,ত্যা বাবাকে কুপিয়ে হত্যা, রক্তমাখা ছুরি হাতে ভিডিওতে বললেন সব ছিল অভিনয়

চট্টগ্রামে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:
বন্দর নগরী চট্টগ্রামে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ( ১ মে) বেলা ১১ ঘটিকায় নগরীর টাইগারপাস মোড়ে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র ডা: শাহাদাত হোসেন বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি আরও বলেন, “চট্টগ্রামকে শ্রমিকবান্ধব শহর হিসেবে গড়ে তোলা হবে। শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

মেয়র আরও বলেন, “শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি সমাজের সব স্তরের মানুষকে সচেতন ও সক্রিয় হতে হবে। হয়রানি ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে একসাথে। সিটি কর্পোরেশন শ্রমজীবী মানুষের স্বার্থরক্ষায় পাশে থাকবে।”
তিনি শ্রমিকদের জন্য নিরাপদ পরিবেশ, সুস্থ কর্মক্ষেত্র এবং যথাযথ সম্মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া যাত্রীসেবা সংশ্লিষ্ট শ্রমিকদের প্রয়োজন ও সমস্যাগুলো নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, জিয়াউর রহমান জিয়া।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন হালকামোটরযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম ফারুক।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মো: মধু সরকার, সাধারণ সম্পাদক মো: শিপন ও চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মো: ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মো: আল আমীন।

এছাড়াও সমাবেশে আরও উপস্থিত ছিলেন, আবু ফয়েজ, মো. ইদ্রিস, আলাউদ্দিন, মধু সরকার, শিপন, মজিব, জাকির, খোকন,ইউসুফ আলী, জামাল, নুরুন্নবি ও মো. একরাম প্রমুখ।

এরপর টাইগারপাস মোড়ে থেকে বিশাল একটি র‍্যালী বের হয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নূর আহমেদ সড়কে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সমাবেশে এসে শেষ হয়।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সোহরাওয়ার্দী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট