1. live@www.dainikbhangarzamin.online : দৈনিক ভাঙ্গার জমিন : দৈনিক ভাঙ্গার জমিন
  2. info@www.dainikbhangarzamin.online : দৈনিক ভাঙ্গার জমিন :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় খেলাফত মজলিশ পৌর কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত পীরগঞ্জে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ রিয়েক্টিফাইভ উদ্ধার, আটক ২ ভাঙ্গায় সোনাময়ী উচ্চ বিদ্যালয়ে দুর্বৃত্তদের দুঃসাহসিক চুরি রেজিস্ট্রেশনের টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট, ক্ষোভে এলাকাবাসী ভাঙ্গার কালামৃধা ইউপি চেয়ারম্যান রেজাউল মাতুব্বর দীর্ঘদিন পর অফিসে ভাঙ্গায় আল আরাফাহ ইসলামী ব্যাংক (এজেন্ট শাখা) ম্যানেজার অবরুদ্ধ গ্রাহকের অভিযোগ—কোটি টাকার নেই হদিস! ভাঙ্গার কালামৃধায় উৎসবমুখর পরিবেশে ফাইনাল টুর্নামেন্ট ২০২৫ সম্পন্ন ভাঙ্গায় ফাইনাল টুর্নামেন্ট ২০২৫: উত্তেজনাপূর্ণ ম্যাচ ও খিচুড়ি উৎসব ভাঙ্গা উপজেলার দেওড়া উচ্চ বিদ্যালয়ে নবম-দশম শ্রেণীর ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত: বিজয়ী দশম শ্রেণীর একাদশ ভাঙ্গা পৌর শাখার কাউন্সিল সম্পন্ন: ‘ধর্ম-বর্ণ ভিন্নমত, সবার জন্য খেলাফত’ স্লোগানে নতুন নেতৃত্ব ঘোষণা

টিকটকে পরিচয়ে দুই কিশোরীর প্রেম, অবৈধ কার্যকলাপে ২ কিশোরীকে পুলিশে দিল পরিবার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে অবৈধ কার্যকলাপের অভিযোগে দুই কিশোরীকে পুলিশে সোপর্দ করেছেন অভিভাবকরা। অভিযুক্ত ওই দুই কিশোরী বিয়ের কথা বললেও প্রমাণ দেখাতে পারেনি।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে তাদের চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
থানায় হস্তান্তর করা দুই কিশোরীর মধ্যে একজন চাঁদপুরের ফরিদগঞ্জের উপজেলার (২০); অন্যজন গোপালগঞ্জের কোটালিপাড়ার (১৬)। দুই কিশোরীই ভিন্ন ধর্মের অনুসারী বলে জানা গেছে। পরিবারের বরাতে পুলিশ জানায়, চলতি বছরের জানুয়ারি মাসে উভয়ের টিকটকের মাধ্যমে পরিচয়। এরই মাঝে একে অপরের বাড়িতে আসা-যাওয়া ও মনের ভাববিনিময় হয়। একপর্যায়ে তারা গত ১৭ এপ্রিল পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার সত্যতা স্বীকার করেছে। তবে তারা বিবাহবন্ধনের কোনো প্রমাণপত্র দেখাতে পারেনি।

অভিযুক্ত এক কিশোরী বলেন, আমি দশম শ্রেণিতে পড়ি। আমি গোপালগঞ্জের কোটালিপাড়ায় থাকি। ৩ বোন ও ১ ভাইয়ের মধ্যে আমি সবার ছোট। মা আমার আচরণ অস্বাভাবিক জানিয়ে আমাকে ঘরে তালাবন্ধ করে রেখেছিল। পরে তার কথায় আমি সুযোগ বুজে চলতি মাসের ৬ এপ্রিল বাসা ছেড়ে পালিয়ে আসি। এরপর তার সঙ্গে নরসিংদীতে আমার এক বান্ধবীর বাসায় দুজনে থাকি। এরপর ১৭ এপ্রিল ঢাকায় আমাকে বিয়ে করে সে। আমি আমার হাতেও তার নামে ট্যাটু লিখেছি। আমি তার সঙ্গে সংসার করতে না পারলে মারা যাব।

অভিযুক্ত আরেক কিশোরী বলেন, আমার জন্য সে ঘর ছেড়েছে। আমি ওকে বিয়ে করেছি। ওকে আমি কারো কাছে যেতে দিব না। সে শুধু আমার। তারা আরও বলেন, আমরা আবেগে নয় বরং মন থেকেই একে অপরের প্রতি ভালোলাগা থেকে ভালোবাসা ও অবশেষে পরিণয় সূত্রে আবদ্ধ হই।

এই ঘটনায় আইনি পদক্ষেপ সম্পর্কে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ্ আলম জানান, গোপালগঞ্জের ওই কিশোরী হারিয়েছে মর্মে একটি জিডি হয়েছে। মূলত চলতি বছরের জানুয়ারি মাসে উভয়ের টিকটকের মাধ্যমে পরিচয়। তারা গত ১৭ এপ্রিল তারিখে পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার সত্যতা স্বীকার করেছে। তবে তারা বিবাহের কোনো প্রমাণ দেখাতে পারেনি। কিশোরীটি হারিয়ে যাওয়া জিডিমূলে পুলিশ তাকে উদ্ধার করেছে। তাকে তার বাড়িতে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট