ভাঙ্গার প্রতিনিধ:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দিগলকান্দা গ্রামের খালাসি বাড়ির একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত(৫০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন জানান, স্থানীয়দের খবর পেয়ে ওই এলাকার পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, রাতের কোন এক সময় ওই নারী পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেছি।